MCA Admission 2026

কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে উচ্চশিক্ষার ইচ্ছা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দিচ্ছে সে সুযোগ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। তবে, এর আগেও ভর্তি নেওয়া হয়েছে। ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শূন্য আসনের জন্য ফের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১২:৩৪
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে কম্পিউটার অ্যাপ্লিকেশনে উচ্চস্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই মিলবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Advertisement

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। তবে, এর আগেও ভর্তি নেওয়া হয়েছে। ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শূন্য আসনের জন্য ফের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে। তবে জয়েন্ট এগজামিনেশন ফর মাস্টার ইন কম্পিউটার (জেইসিএ) উত্তীর্ণ হতেই হবে। কারণ, এই পরীক্ষার র‍্যাঙ্কের ভিত্তিতেই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দিতে হবে। ১৫ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement