ভোটে নেই, ঘোষণা হিলারির

এ বার হিলারি ফের ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। সোমবার সেই তা উড়িয়ে দিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০২:২৪
Share:

ফের ভোটে দাঁড়াবেন না হিলারি। ছবি: এএফপি।

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আর নামছেন না হিলারি ক্লিন্টন। কাল রাতে এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান প্রাক্তন বিদেশসচিব। হিলারির কথায়, ‘‘আমি সরাসরি লড়াইয়ে থাকব না। কিন্তু যা বিশ্বাস করি, তা নিয়ে কথা বলা কিংবা তার পাশে দাঁড়ানো বা কাজ করা— কোনওটাই বন্ধ হবে না।’’

Advertisement

এ বার হিলারি ফের ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। সোমবার সেই তা উড়িয়ে দিলেন। হিলারি জানান, সরাসরি নির্বাচনে না থাকলেও রাজনীতির প্রয়োজনে তিনি সব সময়েই হাজির। বলেন, ‘‘এখন দেশে যা কিছু হচ্ছে, তাতে আমি সত্যিই চিন্তিত। কিন্তু যা হচ্ছে তা-ই মেনে নেওয়ার অভ্যেস বদলাতে হবে।’’ রিপাবলিকানদের টেক্কা দিতে মাঠে নেমেছেন তিনি। পূর্ব অভিজ্ঞতা থেকে প্রার্থীদের বোঝাবেন, কী করণীয় এবং কী নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement