Birthday

Viral: কুকুরের জন্মদিন পালন আশ্রয়হীন যুবকের, ভিডিয়ো দেখে আবেগে ভাসল নেটদুনিয়া

জানা গিয়েছে, ভিডিয়োর ওই যুবকটির নাম চোকো। ঘরবাড়ি বলতে কিছুই নেই তাঁর। রাস্তার কুকুররাই তাঁর সঙ্গী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৭:১৯
Share:

কুকুরের জন্মদিন পালন যুবকের। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

‘বন্ধু’র জন্মদিন পালন করছেন এক যুবক। কোনও জাঁকজমক নেই, আলোর রোশনাই নেই, হ্যাপি বার্থ ডে….. সুর তুলে হাততালি দেওয়ার কোনও লোক নেই চারপাশে। এই ফ্রেমে রয়েছেন শুধু ওই যুবক, আর তাঁর দুই বন্ধু— রাস্তার দু’টি কুকুর। তাদেরই জন্মদিন পালনে ব্যস্ত ওই যুবক। একটা কেক এনেছিলেন। মোমবাতি এবং তাঁর সঙ্গী দু’টি কুকুরের জন্য বার্থডে টুপি।

রাস্তার নিয়নের আলো এসে পড়েছে সিঁড়ির উপর। সেই সিঁড়িতে কেক রাখলেন যুবক। মোমবাতি জ্বালালেন। তার পর ঠিক যে ভাবে জন্মদিনের রীতিনীতি পালন করা হয় সে ভাবেই উদ্‌যাপন করলেন। দুই সঙ্গীকে কেক কেটে দিলেন। নিজে খেলেন। ‘দুই বন্ধু’কে কেক খাইয়ে দিতেও দেখা গেল তাঁকে।

Advertisement

জানা গিয়েছে, ভিডিয়োর ওই যুবকটির নাম চোকো। ঘরবাড়ি বলতে কিছুই নেই তাঁর। রাস্তার কুকুররাই তাঁর সঙ্গী। তাঁদের নিয়েই সময় কাটান। তেমনই দু’টি কুকুরের জন্মদিন পালনের ভিডিয়ো ধরা পড়েছে ক্যামেরায়। যা হৃদয় ছুঁয়েছে নেটাগরিকদের। ঘটনাটি কলম্বিয়ার বাকারামাঙ্গার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement