সুস্থ করার নামে চিনে ইলেকট্রিক শক সমকামীদের!

আঠারো বছর আগেই সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে বেজিং সরকার। সেই আইন এখন প্রাপ্তবয়স্ক। তবু আজও প্রাপ্তমনস্ক হয়ে উঠতে পারেনি চিনের সমাজ। তাই এখনও সমকামীদের সুস্থ করার নামে ইলেকট্রিক শক দেওয়া হয় বেজিংয়ের হাসপাতালগুলোতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ১৫:৩৭
Share:

আঠারো বছর আগেই সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে বেজিং সরকার। সেই আইন এখন প্রাপ্তবয়স্ক। তবু আজও প্রাপ্তমনস্ক হয়ে উঠতে পারেনি চিনের সমাজ। তাই এখনও সমকামীদের সুস্থ করার নামে ইলেকট্রিক শক দেওয়া হয় বেজিংয়ের হাসপাতালগুলোতে। সম্প্রতি এক তথ্যচিত্রে জনসমক্ষে আসে এই ভয়াবহ ঘটনার প্রমাণ।

Advertisement

‘আনরিপোর্টেড ওয়ার্ল্ড’ নামের এই তথ্যচিত্রে দেখানো হয়েছে কী ভাবে বেজিংয়ের এক হাসপাতালে জোর করে ওষুধ প্রয়োগ করে, ইলেকট্রিক শক দিয়ে ভয় ঢুকিয়ে দেওয়া হয় সমকামীদের মধ্যে। এটা নাকি তাদের ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া। ঘটনা সামনে আসার পরই ওই হাসপতালকে সমকামীদের ক্ষতিপূরণ স্বরূপ ৩,৫০০ ইউন(৩৬০ পাউন্ড) দেওয়ার নির্দেশ দিয়েছে বেজিং সরকার। নিজেদের ওয়েবসাইটে ক্ষমাও চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৯৭ সালে দক্ষিণ চিনের জিনু পিয়াওজিয়াং হাসপাতালে সমকামীদের ইলেকট্রিক শক দেওয়ার বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছিল বেজিংয়ের এক আদালত। এই রায়ের পরই সমকামিতা বৈধতা পায় চিনে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন