বাড়ি ফিরলেন ‘মুক্ত’ মুবারক

বাড়ি ফিরলেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক। প্রায় ছ’বছর পর। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে গণহত্যার দায় থেকে বেকসুর মুক্তি পেয়েছিলেন চলতি মাসের গোড়াতেই।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০২:৩৩
Share:

হোসনি মুবারক

বাড়ি ফিরলেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক। প্রায় ছ’বছর পর। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে গণহত্যার দায় থেকে বেকসুর মুক্তি পেয়েছিলেন চলতি মাসের গোড়াতেই। আর শুক্রবার ছাড়া পেলেন কায়রোর সামরিক হাসপাতাল থেকে। নব্বই ছুঁইছুঁই মুবারককে এ দিন সকালেই হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয় তাঁর হেলিওপলিস জেলার বাড়িতে। সূত্রের খবর, গৃহকর্তাকে বরণ করে নিতে হাজির ছিলেন মুবারকের স্ত্রী সুজান, দুই পুত্র আলা ও গামাল-সহ পরিবারের আরও অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন