মালিতে জঙ্গি হানা, ২০ ভারতীয়-সহ পণবন্দি ১৭০, হত ২৭

প্যারিসের পর এ বার জঙ্গিদের টার্গেট মালি। হানাদারি হোটেলে। দীর্ঘ সময় ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে অবশেষে পরিস্থিতি আয়ত্তে আনল পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১৫:৩৩
Share:

হানাদারির পর র‌্যাডিসন হোটেলের বাইরে। মালির বামাকোয়।

প্যারিসের পর এ বার জঙ্গিদের টার্গেট মালি। হানাদারি হোটেলে। দীর্ঘ সময় ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে অবশেষে পরিস্থিতি আয়ত্তে আনল পুলিশ।

Advertisement

মালির রাজধানী বামাকোয় র‌্যাডিসন হোটেল দখল করল জঙ্গিরা। হোটেলের ভেতরে ঢুকে পড়ে ২০ জন ভারতীয়-সহ ১৭০ জন আবাসিককে পণবন্দি করে জঙ্গিরা। তাদের গুলিতে ২৭ জন পণবন্দির মৃত্যু হয়েছে বলে একটি সূত্রের খবর। ৩০ জন কর্মী ছাড়াও ওই হোটেলে ১৪০ জন আবাসিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বাইরে থেকে গুলি চালাতে চালাতে ওই হোটেলে ঢুকে পড়ে জঙ্গিরা। হোটেলের নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েও তাদের রুখতে পারেনি।

Advertisement

মালির রাজধানী বামাকোয় যেখানে বিভিন্ন মন্ত্রকের দফতর ও কূটনীতিকদের আবাসন রয়েছে, তার খুব কাছেই সিটি সেন্টারের পশ্চিমে র‌্যাডিসন ব্লু হোটেলের চার পাশটা পুলিশ ঘিরে ফেললেও, জঙ্গিরা হোটেলের ভেতরেই ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement