ফ্রান্সের রুবিয়াতে বন্দুকবাজের মৃত্যু, মুক্ত বন্দিরা

ফ্রান্সের রুবিয়াতের ঘটনায় জড়িত সন্দেহজানদের সঙ্গে প্যারিস হামলার কোনও সম্পর্ক নেই। মঙ্গলবার রাতের ঘটনা নিছকই ডাকাতির চেষ্টা বলে জানিয়েছেন প্রসেকিউটর ফ্রেডরিক ফেবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৪১
Share:

রুবিয়াতে অভিযান ফরাসি পুলিশের। ছবি: এএফপি।

ফ্রান্সের রুবিয়াতের ঘটনায় জড়িত সন্দেহজানদের সঙ্গে প্যারিস হামলার কোনও সম্পর্ক নেই। মঙ্গলবার রাতের ঘটনা নিছকই ডাকাতির চেষ্টা বলে জানিয়েছেন প্রসেকিউটর ফ্রেডরিক ফেবর। একদল বন্দুকবাজ রুবিয়াতে এক স্থানীয় ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ব্যাঙ্ক ম্যানেজার পালিয়ে গেলও তাঁর স্ত্রী ও ১১ বছরের মেয়েকে আটক করে সন্দেহভাজনরা। এদের মধ্যেই এক জন পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় তার। এর দু’ঘণ্টা পর বন্দিদের উদ্ধার করে পুলিশ। তাদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির পিছনের বাগান থেকে এক সন্দেহজানকে আটক করেছে পুলিশ। হামলাকারীর সংখ্যা মোট কত ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

গত ১৩ নভেম্বর প্যারিসে হামলায় ১৩০ জনের পর থেকে গোটা ফ্রান্স জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন