China

অসুস্থ জিনতাও, তাই নামানো হয় মঞ্চ থেকে

চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সম্মেলনে চিত্রনাট্য নিখুঁত ভাবে মেনে ইতিহাসের পাতায় নিজের নাম নিশ্চিত করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ০৯:২৪
Share:

চিনের প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনতাও-কে ধরেবেঁধে দলীয় সম্মেলনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল। ছবি: সংগৃহীত।

চিনের প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনতাও-কে গত কাল রীতিমতো ধরেবেঁধে দলীয় সম্মেলনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই ছবি বিশ্বময় ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়ে যায়। আজ চিনের এক সংবাদমাধ্যম জানিয়েছে, গত কাল জিনতাও মঞ্চে অসুস্থ বোধ করায় তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে অন্য কোনও কারণ খোঁজা উচিত নয়। প্রাক্তন প্রেসিডেন্ট এখন সুস্থই রয়েছেন। গত কাল চিন কমিউনিস্ট পার্টি সম্মেলন শেষ হওয়ার পরে আজ পলিটবুরো-সহ বিভিন্ন কমিটি ঘোষণা হয়েছে। পলিটবুরোতে কোনও মহিলা সদস্য নেই। গত সিকি শতাব্দীতে এই ঘটনা প্রথম।

Advertisement

চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সম্মেলনে চিত্রনাট্য নিখুঁত ভাবে মেনে ইতিহাসের পাতায় নিজের নাম নিশ্চিত করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ সকালে আগামী পাঁচ বছরের জন্য তৃতীয় বার সিপিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। মাও জে দঙের পরে তিনিই প্রথম সিপিসি নেতা যিনি টানা তিন বার দল ও সরকারের শীর্ষ পদে আসীন হতে চলেছেন। আগামী মার্চে সরকারে বার্ষিক অধিবেশনে জিনপিংকে তৃতীয় বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হবে।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশ থেকে হু-কে তুলে নিয়ে যাওয়া নিয়ে কাল থেকে চর্চা শুরু হলেও কমিউনিস্ট পার্টি মুখে কুলুপ এঁটেছিল। আজ চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ানেটের সাংবাদিক লিউ জিয়াওয়েন জানান, কিছু দিন আগে অসুস্থ হয়ে পড়ছিলেন ৭৯ বছরের জিনতাও। সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। সম্মেলনে যোগ দেওয়ার জন্য জিদও ধরেছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘‘সম্মেলন মঞ্চে হু জিনতাও আচমকা অসুস্থ বোধ করছিলেন। তখন তাঁকে কর্মীরা মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান। অধিবেশন কক্ষের পাশের ঘরে তিনি বিশ্রাম নেন। এখন তিনি অনেক ভাল রয়েছেন।’’

Advertisement

আজ সকালে নতুন পলিটবুরো ও পলিটবুরোর স্ট্যান্ডং কমিটি ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে পলিটবুরোয় কোনও মহিলা সদস্য নেই। বিদায়ী পলিটবুরোতে ছিলেন প্রবীণ নেত্রী সুন চুনলাং। কিন্তু তাঁকে এ বার পলিটবুরো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আট সদস্যের স্ট্যান্ডিং কমিটির সকলেই জিনপিং-অনুগামী।

পার্টি ও দলের নিয়ন্ত্রণে থাকা সেনার উপরে নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করা পরে জিনপিং বলেছেন, ‘‘বিশ্ব এখন চিনকে চাইছে। বিশ্বের উন্নতি না হলে যেমন চিনের উন্নতি হবে না, তেমনই বিশ্বের উন্নতির জন্য চিনকে প্রয়োজন।’’ তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘‘৪০ বছরের চেষ্টার ফলে চিন দু’টো অসম্ভব কাজ করতে পেরেছে। এক, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে সামাজিক ভারসাম্য রক্ষা।’’ কমিউনিস্ট পার্টির প্রস্তাবে বলা হয়েছে, চিনের প্রেক্ষিতে সমাজতন্ত্র নিয়ে জিনপিংয়ের চিন্তাধারা নতুন যুগের সূচনা করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement