Internatopnal News

ম্যানচেস্টারের শপিং সেন্টারে প্যাকেট ঘিরে তীব্র বোমাতঙ্ক

বিস্ফোরণে শোকের আবহেই বোমাতঙ্ক ম্যানচেস্টারে। মঙ্গলবার সকালেই শহরের কেন্দ্রস্থলে আর্নডেল শপিং সেন্টারের ফুড প্লাজায় একটি সন্দেহজনক প্যাকেট পড়ে থাকতে দেখা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ১৭:৪৬
Share:

বোমাতঙ্কে কেঁদেই ফেললেন তরুণী। ছবি: সংগৃহীত।

বিস্ফোরণে শোকের আবহেই বোমাতঙ্ক ম্যানচেস্টারে। মঙ্গলবার সকালেই শহরের কেন্দ্রস্থলে আর্নডেল শপিং সেন্টারের ফুড প্লাজায় একটি সন্দেহজনক প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। এর পর গোটা বিল্ডিং খালি করে দিতে নির্দেশ দেয় পুলিশ। তাতেই ওই শপিং সেন্টারে কেনাকাটা করতে আসা মানুষজনের মধ্যে বোমাতঙ্ক ছড়ায়। সোমবার রাতেই ম্যানচেস্টার এরিনায় বিস্ফোরণের নিহত হয়েছেন ২২ জন। আহতের সংখ্যা ষাটের কাছাকাছি। এর পরেই নতুন করে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়াল।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শপিং সেন্টারে পুলিশি তৎপরতা শুরু হতেই ভয়ে ছুটোছুটি করতে থাকেন মানুষজন। বোমাতঙ্কের গুজব ছড়িয়ে পড়তেই ওই চারতলা বাড়ি থেকে শ’খানেক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। অনেকে আবার জানান, তাঁরা বিকট শব্দ শুনতে পেয়েছেন। ফলে বোমাতঙ্কের গুজব আরও ছড়িয়ে পড়ে। কিন্তু, মুহূর্তের মধ্যে ওই শপিং সেন্টার খালি করে দেওয়া হয়। শপিং সেন্টারের একটি স্টোরের কর্মী কোলেট নিকোলস বলেন, “মানুষজন চিৎকার করতে করতে ছুটতে থাকেন। আমাদের ম্যানেজারও বলেন, স্টোর ছেড়ে বাইরে বেরিয়ে যেতে। আমরা বেশ ভয়ে ভয়ে রয়েছি।”

আরও পড়ুন

Advertisement

কনসার্ট কাঁপিয়ে বিস্ফোরণ, ম্যাঞ্চেস্টারে নিহত ২২, দেখুন আতঙ্কের ভিডিও

‘বোন ফোন ধরছে না, প্লিজ, আমাকে সাহায্য করুন’

শপিং সেন্টার থেকে রাস্তায় নেমে আসছেন মানুষজন। ছবি: সংগৃহীত।

একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সশস্ত্র পুলিশকর্মীরা এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ওই শপিং সেন্টার থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। যদিও গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। বোমার খবরটি ভুয়ো হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে শপিং সেন্টারের আশপাশ-সহ গোটা এলাকা ঘিরে রেখেছেন পুলিশকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন