spiderweb

মাকড়শার জাল, কোথায় মেলে এমন যত্নে বোনা নিপুণ শিল্পকর্ম

ছবির জালটি একটা ডিনার প্লেটের সমান বড়। গ্রীষ্ণের শেষ দিকে যখন মাকড়শারা বেশ বড় হয়ে যায় সেই সময়ে এই রকম জাল বোনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ১২:৩১
Share:

মাকড়শার জাল। ছবি: সোশ্যাল মিডিয়া

মাকড়শা পছন্দ করেন এমন মানুষ আছে কিনা সন্দেহ আছে। মাকড়শার জালও ঠিক তেমনই। ঘরের কোণে মাকড়শা জাল বুনলেই তা ভেঙে দেওয়া হয়। কিন্তু এমন একটি জাল দেখলে নিশ্চিত কারও ভাঙতে ইচ্ছাই করবে না। মনে হবে থাক। কারণ, এ জাল যে এক নিপুন শিল্পকর্ম।

Advertisement

এই ছবিটি তোলা হয়েছে আমেরিকার মিসোউরিতে। ছবি দেখেই বোঝা যাচ্ছে কোনও জঙ্গল এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে এটি। সুন্দর শিল্পকর্মের এই ছবিটি ফেসবুকে পোস্ট করে মিসোউরি ডিপার্টমেন্ট অব কনজারভেশন। ছবিটি তুলেছেন সংস্থার মিডিয়া স্পেশালিস্ট ফ্র্যাঙ্কিস স্কালিকি। তিনি জানিয়েছেন, এমন জাল একটি নয়, মিসোউরিতে খুঁজলে আরও মিলতে পারে।

সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ছবির জালটি একটা ডিনার প্লেটের সমান বড়। গ্রীষ্মের শেষ দিকে যখন মাকড়শারা বেশ বড় হয়ে যায় সেই সময়ে এই রকম জাল বোনে।

Advertisement

৩০ সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট হওয়ার পরেই নেটাগরিকরা মাকড়সার জালটি নিয়ে হইচই শুরু করে দেন। বিস্ময় প্রকাশ করে নানা কমেন্টের পাশাপাশি চলে শেয়ার আর লাইকের বন্যা। ছোট্ট মাকড়শার এমন শিল্পকর্ম সত্যিই তো প্রশংসা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন: সংক্রমণ এড়াতে ছ’ফুট দূরত্ব যথেষ্ট নয়, বলছে মার্কিন সংস্থা

আরও পড়ুন: কফিন খুলতেই বেরিয়ে এল ২৫০০ বছরের পুরনো মমি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন