স্ত্রীকে মারতেই স্কুলে গুলি

বিয়ে হয়েছে মাস খানেক। এর মধ্যেই ছাড়াছাড়ি। পুলিশের দাবি, স্ত্রীকে মারতেই সোমবার সকালে সান বার্নারদিনোর স্কুলে গুলি চালায় বন্দুকবাজ সেড্রিক অ্যান্ডারসন। মৃত্যু হয় তার স্ত্রী ক্যারেনের। সেড্রিকও আত্মঘাতী হয়।

Advertisement
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০২:২৯
Share:

বিয়ে হয়েছে মাস খানেক। এর মধ্যেই ছাড়াছাড়ি। পুলিশের দাবি, স্ত্রীকে মারতেই সোমবার সকালে সান বার্নারদিনোর স্কুলে গুলি চালায় বন্দুকবাজ সেড্রিক অ্যান্ডারসন। মৃত্যু হয় তার স্ত্রী ক্যারেনের। সেড্রিকও আত্মঘাতী হয়। আহত হয় আরও দুই পড়ুয়া। যাদের মধ্যে এক জন পরে হাসপাতালে মারা যায়। পুলিশ-কর্তা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার স্কুলটিতে প্রতিবন্ধী শিশুদের পড়াতেন ক্যারেন। স্ত্রীকে কিছু দিতে চায়, এই বলে স্কুলে ঢোকে সেড্রিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement