বিশ্বাসে আলিঙ্গন

শোকস্থলে ওঁর হাতে দু’টি পোস্টার। প্যারিসের প্লাস দো লা রেপুবলিক-এ দাঁড়িয়ে রয়েছেন উনি। চোখে রুমাল বাঁধা। একটি পোস্টারে লেখা ‘‘আমি মুসলিম। কিন্তু বলা হচ্ছে সন্ত্রাসবাদী।’’ অন্যটিতে রয়েছে, ‘‘আমি তোমায় বিশ্বাস করি। তুমি কর? যদি কর, জড়িয়ে ধরো।’’

Advertisement
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ০৩:০৭
Share:

শোকস্থলে ওঁর হাতে দু’টি পোস্টার। প্যারিসের প্লাস দো লা রেপুবলিক-এ দাঁড়িয়ে রয়েছেন উনি। চোখে রুমাল বাঁধা। একটি পোস্টারে লেখা ‘‘আমি মুসলিম। কিন্তু বলা হচ্ছে সন্ত্রাসবাদী।’’ অন্যটিতে রয়েছে, ‘‘আমি তোমায় বিশ্বাস করি। তুমি কর? যদি কর, জড়িয়ে ধরো।’’ প্যারিসবাসী তাঁকে হতাশ করেননি। স্বজনদের প্রতি শোক জানিয়ে অনেকেই ভেজা চোখে এগিয়ে আসেন চোখ-বাঁধা মানুষটির কাছে। জড়িয়ে ধরেন। ইউটিউবে ছড়িয়েছে সেই ভিডিও। চোখ থেকে রুমাল খুলে অজ্ঞাতপরিচয় লোকটি সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘‘আমি মুসলিম। কিন্তু জঙ্গি নই। আমি কাউকে মারিনি।’’ মুসলিম মানেই যে সন্ত্রাসবাদী নয়— এটুকুই বোঝাতে চেয়েছেন তিনি। ‘সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী। সে কোনও কারণ ছাড়াই এক জন মানুষকে মারতে পারে। এক জন মুসলিম তা করেন না। আমাদের ধর্ম সে কথা বলে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন