সংবাদ সংস্থা
International News

আড়াই দশক ধরে বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতনের বিষয়ে জানি: দলাই লামা

দলাই লামা বলেন, ‘‘এটা কোনও নতুন বিষয় নয়। আমি আগে থেকেই জানি।’’ একই সঙ্গে ৮৩ বছরের ধর্মগুরুর সংযোজন, ২৫ বছর আগে ধরমশালায় একটি পাশ্চাত্য বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেখানেই এক জন তাঁকে যৌন নির্যাতনের এই সমস্যার কথা জানান।

Advertisement

দ্য হেগ, নেদারল্যান্ডস

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১০
Share:

নেদারল্যান্ডে যৌন নির্যাতনের শিকার তিন মহিলা ও এক যুবকের সঙ্গে দলাই লামা। ছবি: এপি

বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন নয়। এবার সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিলেন দলাই লামা। বললেন, প্রায় আড়াই দশক ধরে তিনি বৌদ্ধ গুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল। এটা নতুন কোনও বিষয় নয়। ইউরোপ সফররত তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুর এই মন্তব্যের পর বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

Advertisement

দীর্ঘ ইউরোপ সফরে রয়েছেন দলাই লামা। সফরের অঙ্গ হিসাবেই বর্তমানে চার দিনের জন্য রয়েছেন নেদারল্যান্ডসে। সেখানে বৌদ্ধ ধর্মগুরু তথা শিক্ষকদের হাতে যৌন অত্যাচার বা ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতারা আন্দোলনে নামেন। তাঁদের দাবি ছিল, তিব্বতি ধর্মগুরুর সঙ্গে তাঁরা দেখা করবেন। সেই দাবি মতোই শুক্রবার সেই নির্যাতিতাদের সঙ্গে দেখা করেন তিনি।

এরপর ডাচ জাতীয় টিভিতে একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ ওঠে। উত্তরে দলাই লামা বলেন, ‘‘এটা কোনও নতুন বিষয় নয়। আমি আগে থেকেই জানি।’’ একই সঙ্গে ৮৩ বছরের ধর্মগুরুর সংযোজন, ২৫ বছর আগে ধরমশালায় একটি পাশ্চাত্য বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেখানেই এক জন তাঁকে যৌন নির্যাতনের এই সমস্যার কথা জানান। তিনি বলেন, যৌন নির্যাতনের মতো অপরাধ যারা করে, তারা গৌতম বুদ্ধর আদর্শ ও শিক্ষা মানে না। তারা সমাজের কলঙ্ক। এই ধরনের ঘটনা বন্ধ করতে বৌদ্ধ সন্ন্যাসীদের আরও কঠোর ভাবে বিষয়টি দেখা উচিত, মত দলাই লামার।

Advertisement

আরও পড়ুন: ঝড়ে ‘কাঁপছেন’ সাংবাদিক, দিব্য হাঁটছেন বাকিরা, তুমুল হাসাহাসি টুইটারে

ধর্মগুরুর ইউরোপের মুখপাত্র সেতেন স্যামদুপ ছোয়েকাপা জানান, দলাই লামা বরাবরই বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতন ও অন্যান্য অনৈতিক কাজকর্মের নিন্দা করে এসেছেন। এ বছরের নভেম্বরে ফের ধরমশালায় বৌদ্ধ ধর্মগুরুদের সম্মলেন রয়েছে। সেই সময় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানিয়ছেন ছোয়েকাপা।

আরও পড়ুন: লন্ডনে ‘মত্ত’ পাক রাষ্ট্রদূতের ভিডিয়ো ভাইরাল, দেশে ফেরার নির্দেশ

এত দিন পর্যন্ত বৌদ্ধ সন্ন্যাসী ও ধর্মগুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলেও তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ নির্যাতিতাদের। যাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে তাঁরা অনেক সময়ই ছাড় পেয়ে যান। কিন্তু এবার খোদ দলাই লামার মুখে এই স্বীকৃতির পর তাঁদের অভিযোগ মান্যতা পেল বলেই মনে করছেন নির্যাতিতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement