Iran Israel Conflict

পরমাণু বোমা তৈরিতেও কাজে লাগে! ইরানে এমনই যন্ত্রাংশের জোড়া কারখানায় ইজ়রায়েলি হামলা, কী কাজ এই যন্ত্রের?

ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণে একটি শহরে হামলা চালিয়েছে ইজ়রায়েলি বাহিনী। ইজ়রায়েলের হামলায় দু’টি শহরের দু’টি কারখানা ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। কেন এই কারখানাগুলিকে নিশানা করল ইজ়রায়েল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:৩০
Share:

তেহরানে ইজ়রায়েলি হামলা। ছবি: রয়টার্স।

ইরানে সেন্ট্রিফিউজ়ের যন্ত্রাংশ তৈরির দু’টি কারখানায় হামলা চালিয়েছে ইজ়রায়েল! বুধবার এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। একটি কারখানা ইরানের রাজধানী তেহরানে। অপরটি তেহরান থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে পশ্চিমে কারাজ শহরে।

Advertisement

আইএইএ জানিয়েছে, তেহরানের কারখানায় সেন্ট্রিফিউজ়ের অত্যাধুনিক রোটর তৈরি করা হত এবং সেগুলি পরীক্ষা করা হত। কারাজে মোট দু’টি ভবনে হামলা চলেছে। দু’টি ভবনেই সেন্ট্রিফিউজ়ের ভিন্ন ভিন্ন যন্ত্রাংশ তৈরি করত ইরান। ইজ়রায়েলি বাহিনী আগেই দাবি করেছিল তারা ইরানের সেন্ট্রিফিউজ় তৈরির কারখানায় হামলা চালিয়েছে। পরে আইএইএ-ও সমাজমাধ্যমে এ কথা জানিয়েছে।

সেন্ট্রিফিউজ় হল এক ধরনের ঘূর্ণন যন্ত্র। যন্ত্রটিকে উচ্চগতিতে ঘুরিয়ে কোনও পদার্থের ভিন্ন ভিন্ন উপাদানকে পৃথক করা যায়। পারমাণবিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহার হয় এটি। এই যন্ত্রের রোটর ব্যবহার করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসকে দ্রুতগতিতে ঘুরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যায়।

Advertisement

৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বা অন্য শান্তিপূর্ণ কর্মকাণ্ড করা যায়। সাধারণ ভাবে পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন। সেন্ট্রিফিউজ় যন্ত্রকে উভয় ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজেই ব্যবহার করা যায়।

আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানের ২০ শতাংশের বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ছাড় রয়েছে। তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন নিষেধ। কিন্তু গত কয়েক বছর ধরেই সে কাজ করেছে তারা। আইএইএ-র রিপোর্ট অনুসারে, রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইরান প্রায় ২৭৫ কিলোগ্রাম ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজে সফল হয়েছে। ইরানের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদন এবং অন্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তেহরান এখনও পর্যন্ত ৯০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দক্ষতা অর্জন করতে পারেনি বলেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মত। তবে ৪২ কিলোগ্রাম ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কম ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমা বানানো সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement