প্রতীকী ছবি।
নতুন বছরে নতুন আলোর দিশা নিয়ে এল আইসল্যান্ড। বিশ্বের প্রথম দেশ হিসেবে আইসল্যান্ডের আইনসভা ঘোষণা করল, একই কাজের জন্য মহিলাদের তুলনায় পুরুষদের অতিরিক্ত পারিশ্রমিক পাওয়া বেআইনি।
২০১৭ সালের ৮ মার্চ অর্থাত্ আন্তর্জাতিক নারী দিবসে পেশ করা বিল পাস হল চলতি বছরের প্রথম দিনেই।
আল জাজিরার খবর অনুযায়ী, ২৫ জনের বেশি কর্মী রয়েছেন এমন কোনও সংস্থাকে সরকারের কাছ থেকে ইক্যুয়াল পে পলিসি সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে। অন্যথায় জরিমানা করা হবে।
আরও পড়ুন: শাসক-বিরোধী যুদ্ধে ঝুলে তালাক বিলের ভাগ্য
নতুন এই বিল পাসের পর ২০২০ সালের মধ্যে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সম্পূর্ণ মুছে যাবে আশা রাখছেন আইসল্যান্ডের মহিলারা।
আরও পড়ুন: ঋতুমতীকে আর গোয়ালে রাখব না, শপথ নিল কুলু
‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন’
২০১৭ সালে পারিশ্রমিকের বৈষম্যের বিরুদ্ধে পথে নেমেছিলেন হাজার হাজার মহিলা। গত ৯ বছর ধরে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের তালিকায় মোস্ট জেন্ডার-ইক্যুয়াল কান্ট্রি হিসেবে আইসল্যান্ডের নাম উঠে এসেছে। আইসল্যান্ডের আইনসভাতেও ৫০ শতাংশ সদস্য মহিলা।