ইমপিচ মামলা: কোর্টে জয়ী ডেমোক্র্যাটেরা

হাউসে প্রস্তাব এনে ভোটাভুটিতে পাশ না করিয়েই ইমপিচমেন্ট তদন্ত শুরু করে দিয়েছেন ডেমোক্র্যাটরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০৩:৩২
Share:

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত বৈধ বলে রায় দিলেন বিচারক। শুক্রবার মার্কিন জেলা বিচারক বেরিল হওয়েল শুধু ডেমোক্র্যাটদের পক্ষেই রায় দেননি, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল রর্বাট ম্যুলারের রিপোর্ট, কোনও রকম কাটাছেঁড়া না করে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর বিচারবিভাগীয় কমিটির হাতে তুলে দিতে বলেছেন।

Advertisement

হাউসে প্রস্তাব এনে ভোটাভুটিতে পাশ না করিয়েই ইমপিচমেন্ট তদন্ত শুরু করে দিয়েছেন ডেমোক্র্যাটরা। তাই নিয়ে জোরদার আপত্তি তুলেছেন রিপাবলিকানরা। বিচারক কিন্তু বললেন, ইমপিচমেন্টের ব্যাপারে হাউসের হাতে প্রশস্ত ক্ষমতা দেওয়া আছে সংবিধানে। সুতরাং প্রস্তাব পাশ করাতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। হাউসের বিচারবিভাগীয় কমিটি ম্যুলার রিপোর্টের জন্য আগেই তলবনামা পাঠিয়েছিল।

ওই রিপোর্ট তার পূর্ণ অবয়বে আগামী বুধবারের মধ্যে কমিটির হাতে তুলে দেওয়ার জন্য বিচারবিভাগীয় দফতরকে (জাস্টিস ডিপার্টমেন্ট) নির্দেশ দিয়েছে আদালত। দফতরের তরফে সওয়াল করা হয়েছিল, ম্যুলার রিপোর্টের কিছু অংশ কালো কালি দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ গ্র্যান্ড জুরিদের শুনানি গোপন রাখারই কথা। আদালত সেই যুক্তি খারিজ করে বলেছে, গোপনীয়তা রক্ষার চেয়ে কমিটির প্রয়োজনটা এখানে অনেক বড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement