আকাশপথ বন্ধের চিন্তা ইমরানের

পাকিস্তানের স্থায়ী দূত মালিহা লোধি কাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপতির সঙ্গে দেখা করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ০২:০৩
Share:

ইমরান খান।

আন্তর্জাতিক স্তরে কাশ্মীর প্রসঙ্গ তোলার কথা সমানে বলে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কথা হচ্ছে সৌদি আরবের যুবরাজ, চিনের সেনাকর্তাদের সঙ্গে। রাষ্ট্রপুঞ্জেও তৎপর পাকিস্তান। কী ভাবে, কাশ্মীর প্রশ্নে ভারতের বিরোধিতা করা যায়, কার্যত তার পথ হাতড়ে চলেছেন ইমরান। পুলওয়ামা-বালাকোট পর্বের জেরে বেশ কিছু দিন ভারতের জন্য পাক আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল। এ বার ভারতের জন্য পাক আকাশসীমা পুরোপুরি বন্ধ করার কথা ভাবছেন পাক প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেন আজ টুইট করে এ কথা জানিয়েছেন। পাক মন্ত্রী আরও জানান, শুধু আকাশসীমাই নয়, আফগানিস্তানে বাণিজ্যের জন্য ভারত যাতে পাক স্থলসীমাও ব্যবহার করতে না-পারে, মন্ত্রিসভার বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে। এর আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর মন্তব্য, ‘‘নরেন্দ্র মোদী শুরু করেছেন,
আমরা শেষ করব।’’

Advertisement

পাকিস্তানের স্থায়ী দূত মালিহা লোধি কাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপতির সঙ্গে দেখা করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এর পরে আজ টুইট করেছেন, ‘‘কাশ্মীর নিয়ে দায়বদ্ধতা পূরণ করা উচিত রাষ্ট্রপুঞ্জের।’’ যদিও তার আগেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ভারতের অবস্থান জানিয়ে দিয়ে কূটনীতির লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ধাপ এগিয়ে গিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।

আন্তর্জাতিক স্তরে সাড়া না পেয়ে গত কালও পরমাণু যুদ্ধের বিপদের কথা তুলে হুমকি দিয়েছেন ইমরান। ৩৭০ রদের দু’দিনের মাথায় সৌদি আরবের যুবরাজকে ফোন করেছিলেন তিনি। সূত্রের খবর, গত কাল ফের তাঁকে ফোন করে কাশ্মীর নিয়ে কথা বলেছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্রে সইয়ের সূত্রে চিনা ও পাক সেনাকর্তাদের মধ্যেও কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কাল কথা হয়েছে রাওয়ালপিন্ডিতে। পাক সেনাপ্রধান কমর বাজওয়া, সব পরিস্থিতিতে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য, বিশেষ করে কাশ্মীর প্রশ্নে সমর্থন করার জন্য প্রশংসা করেছেন চিনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement