Ladakh

লাদাখে কথা দু’দেশের সেনার

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, স্থানীয় স্তরে প্রায় প্রতি দিনই দু’দেশের সেনার আলোচনা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০৪:৩৯
Share:

ফাইল চিত্র

লাদাখে চিনা সেনার সঙ্গে আজ ফের ব্রিগেডিয়ার স্তরে আলোচনা হল ভারতীয় সেনার।

Advertisement

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, স্থানীয় স্তরে প্রায় প্রতি দিনই দু’দেশের সেনার আলোচনা চলছে। গলওয়ান উপত্যকায় উত্তেজনা কমাতে পেট্রোলিং পয়েন্ট ১৪-র কাছে বৈঠক করছেন দু’দেশের সেনাকর্তারা। মেজর জেনারেল স্তরে পাঁচ বার আলোচনা হয়েছে। কোর কমান্ডার স্তরে আলোচনা হয়েছে এক বার। তবে প্যাংগং হ্রদের উত্তর তীর থেকে এখনও সরার লক্ষণ দেখায়নি চিনা সেনা। আজ লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘‘ভারতীয় সেনা চিন-সহ যে কোনও বিদেশি শক্তির অনুপ্রবেশ রুখতে সক্ষম। কিন্তু চিন যখন আমাদের ভূমি দখল করে আছে তখন নিশ্চিন্ত হওয়ার কোনও উপায় নেই। সেনাপ্রধান বলেছেন, চিনের সঙ্গে আলোচনায় ফল হয়েছে। লাদাখে আগের অবস্থা ফিরে এলে তবেই সেনাপ্রধান এমন মন্তব্য করতে পারেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন