India

India-Russia: ভারত ও রাশিয়ার ‘টু প্লাস টু’ কথা

আমেরিকার পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গেও ভারতের ‘টু প্লাস টু’ বৈঠকের বন্দোবস্ত রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ০৫:৪১
Share:

ছবি: সংগৃহীত।

রাশিয়ার সঙ্গেও এ বার ‘টু প্লাস টু’ আলোচনার ‘মেকানিজম’ তৈরি করল ভারত।

আমেরিকার নেতৃত্বে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত সমন্বয়ের জন্য চর্তুদেশীয় জোট কোয়াড গড়া হয়েছে। তার আগে থেকেই চলছে ভারত-আমেরিকার বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠক। রাশিয়া এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ঘরোয়া ভাবে, এমনকি প্রকাশ্যেও। মস্কো-ওয়াশিংটনের বিরোধের মধ্যে কিছুটা দমবন্ধ অবস্থা ভারতের বিদেশনীতির। ভারসাম্য আনতে এ বার নতুন সংযোজন ভারত এবং রাশিয়ার ‘টু প্লাস টু’ মেকানিজম তৈরি হওয়া।

Advertisement

নভেম্বরের মাঝামাঝি রাশিয়ায় বৈঠকে বসবেন দু’দেশের বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। তার পরেই শীর্ষ পর্যায়ে ডিসেম্বরে হবে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন। সূত্রের মতে, প্রতিরক্ষা, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অনেকগুলি চুক্তি সই হবে ওই সম্মেলনে। তার আগে সেই শীর্ষ সম্মেলনের ভিত তৈরি করার কাজটি সেরে নেওয়া হবে ‘টু প্লাস টু’ বৈঠকের মাধ্যমে।

আমেরিকার পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গেও ভারতের ‘টু প্লাস টু’ বৈঠকের বন্দোবস্ত রয়েছে। কিন্তু ঘটনা হল, এই দু’টি দেশই আমেরিকার মিত্র রাষ্ট্র। রাশিয়া থেকে উচ্চ পর্যায়ের সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ওয়াশিংটনের। স্বাভাবিক ভাবেই দু’দেশের মধ্যে প্রতিরক্ষা পর্যায়ের এই বিশেষ বৈঠকের মঞ্চটি নিয়ে অস্বস্তি তৈরি হবে জো বাইডেন প্রশাসনে। তবে বিদেশ মন্ত্রকের মতে, আফগানিস্তানে তালিবান সরকার আসার পরে রাশিয়ার সঙ্গে ‘টু প্লাস টু’ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement