অভিবাসী চুক্তি সই না করায় ভিসার গেরো

তারই পাল্টা হিসেবে ভারতীয় ছাত্রদের ভিসা দেওয়ার কড়াকড়ি কমাতে নারাজ ব্রিটেন।

Advertisement

শ্রাবণী বসু

লন্ডন শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:৩৬
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

বেআইনি অভিবাসী এবং মেয়াদ-উত্তীর্ণ ভারতীয়দের ব্রিটেন থেকে ফিরিয়ে নেওয়ার সমঝোতাপত্রে সই করতে অস্বীকার করেছে ভারত। তারই পাল্টা হিসেবে ভারতীয় ছাত্রদের ভিসা দেওয়ার কড়াকড়ি কমাতে নারাজ ব্রিটেন।

Advertisement

ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিমন্ত্রী লিয়াম ফক্স মঙ্গলবার বলেন, এপ্রিলে নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের সময়ে এই সমঝোতাপত্র স্বাক্ষরের কথা ছিল। কিন্তু ভারত রাজি হয়নি। ফক্সের কথায়, ‘‘ছাত্র-ভিসা নিয়ে কড়াকড়ি কমানোর দাবি দীর্ঘ দিনের। কিন্তু বেআইনি অভিবাসী এবং মেয়াদ পেরোনোর পরেও থেকে যাওয়া ভারতীয়দের বিষয়টি উপেক্ষা করে ভিসা সমস্যা নিষ্পত্তি অসম্ভব।’’

এপ্রিলে কমনওয়েলথ দেশগুলির প্রধানদের বৈঠক উপলক্ষে ব্রিটেনে গিয়েছিলেন মোদী। তার ঠিক আগেই ভারতীয়দের দেশে ফেরানো সংক্রান্ত সমঝোতাপত্রে সই করা নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছিল ভারতের মন্ত্রিসভা। কিন্তু কোন ভারতীয় বেআইনি ভাবে ব্রিটেনে বসবাস করছেন, তা খতিয়ে দেখতে ভারতীয় এজেন্সিগুলিকে মাত্র ১৫ দিন সময় দেওয়ায় শেষ মুহূর্তে চুক্তি থেকে পিছিয়ে আসে দিল্লি। এর পরেই ছাত্র ভিসার কড়াকড়ি থেকে চিন, মলদ্বীপ, মেক্সিকো, বাহরাইনের মতো দেশগুলিকে ছাড় দিলেও ভারতকে বাদ রাখে ব্রিটেন। যাকে মুখে ঘুসি মারার শামিল বলেই মনে করছেন দিল্লির কর্তাব্যক্তিরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন