International News

৭ দফা চুক্তি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার মোদী, নেতানিয়াহুর

দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘শুধুই দ্বিপাক্ষিক সহযোগিতার প্রশ্নে নয়, কী ভাবে হাতে হাত মিলিয়ে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে সাহায্য করতে পারি, তা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। ভারত ও ইজরায়েল, দু’টি দেশই বার বার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে। টার্গেট হয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ১৯:১৯
Share:

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বুধবার।

আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার অঙ্গীকার করল ভারত ও ইজরায়েল। আর দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি, কৃষি ও জল সংরক্ষণ সহ স্বাক্ষরিত হল সাতটি চুক্তি।

Advertisement

বুধবার তেল আভিভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের নির্যাস এটাই।

লক্ষ্যণীয়, গত মে মাসে সৌদি আরবে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন মুসলিম দেশগুলির বিরুদ্ধে। আর যে দু’টি দেশ বার বার সন্ত্রাসবাদীদের হামলার টার্গেট হয়েছে, সেই ভারত ও ইজরায়েল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট লড়াইয়ের অঙ্গীকার করল ভারতের প্রধানমন্ত্রী মোদীর ইজরায়েল সফরে। যে ইজরায়েল ঐতিহাসিক ভাবেই ‘আরবের শত্রু’ তকমা পেয়ে এসেছে।

Advertisement

দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘শুধুই দ্বিপাক্ষিক সহযোগিতার প্রশ্নে নয়, কী ভাবে হাতে হাত মিলিয়ে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে সাহায্য করতে পারি, তা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। ভারত ও ইজরায়েল, দু’টি দেশই বার বার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে। টার্গেট হয়েছে।’’

আরও পড়ুন- সুর আরও চড়াচ্ছে চিন, ভারতকে গুনাগার দিতে হবে বলে হুমকি

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছুটা রসিকতার সুরে বলেছেন, ‘‘ভারত ও ইজরায়েলের মধ্যে বিবাহের বিষয়টি স্বর্গেই ঠিক হয়েছিল। আর সেই বিয়েটা হল আজ।’’ দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তিতে তিন দিনের সফরে ইজরায়েলে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement