Temple Vandalised in US

আমেরিকায় হিন্দু মন্দিরে ভাঙচুর, নিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলল বিদেশমন্ত্রক

দক্ষিণ ক্যালিফর্নিয়ার বৃহত্তম মন্দির হল বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির। আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই মন্দিরে গিয়ে ভক্তেরা দেখেন নানা জায়গায় ভাঙচুর করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৬:০৫
Share:

ক্যালিফর্নিয়ার এই মন্দিরেই ভাঙচুর চালানো হয়। ছবি: সমাজমাধ্যম।

আমেরিকার ক্যালিফর্নিয়ায় একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। মন্দিরের গায়ে ভারত-বিরোধী স্লোগান লিখে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় মুখ খুলেছে ভারতের বিদেশমন্ত্রক। এস জয়শঙ্করের মন্ত্রক ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছে। অবশ্য এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

দক্ষিণ ক্যালিফর্নিয়ার বৃহত্তম মন্দির হল বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির। আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই মন্দিরে গিয়ে ভক্তেরা দেখেন নানা জায়গা ভেঙেচুরে দেওয়া হয়েছে এবং ভারত-বিরোধী আপত্তিকর স্লোগান লেখা হয়েছে। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শনার্থীরা। সমাজমাধ্যমেও প্রতিবাদ জানান অনেকে।

এই ঘটনার পরেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে লেখেন, “ক্যালিফর্নিয়ার চিনো হিলসে‌ একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের খবর পেয়েছি। আমরা কঠোর ভাবে এই কাজের নিন্দা করছি। স্থানীয় প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে, এই কাজের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক এবং ধর্মস্থানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক।”

Advertisement

এই ভাঙচুরের ঘটনায় খলিস্তানপন্থীদের হাত থেকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কয়েক দিন পরেই লস অ্যাঞ্জেলস শহরে খলিস্তানের সমর্থনে গণভোট করার কথা খলিস্তানপন্থীদের। তার আগে মন্দির ভাঙচুরের ঘটনাকে অন্য ভাবে দেখছে স্থানীয় প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement