তাইল্যান্ডে যুবককে ঘিরে ধরে মারধরের সেই ভিডিয়ো। ছবি: সংগৃহীত।
তাইল্যান্ড সফরে টাকার বিনিময়ে যৌন পরিষেবা নিতে গিয়েছিলেন ভারতীয় যুবক। শেষমেশ টাকা নিয়ে বিরোধের জেরে সেই যৌনকর্মীদের হাতেই বেধড়ক মার খেতে হল যুবককে! সম্প্রতি তাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাটায়া শহরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভাইরাল’ সেই ভি়ডিয়োয় দেখা যাচ্ছে, তাইল্যান্ডের রাস্তায় ভারতীয় এক যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর করছেন একদল রূপান্তরকামী যৌনকর্মী। এক পর্যায়ে তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাতেও ক্ষান্ত হচ্ছেন না বাকিরা। সমানে চলছে কিল, লাথি, ঘুষি! স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ওই যুবকের নাম রাজ। গত ২৭ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা নাগাদ এক সংস্থার উদ্ধারকর্মীরা তাঁকে পাটায়ার ওয়াকিং স্ট্রিটের সমুদ্রসৈকত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। রাজের মুখে এবং মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন ছিল। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওয়াকিং স্ট্রিটের কাছে ওই ভারতীয় যুবক এক রূপান্তরকামী যৌনকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ক্রমে বচসা হাতাহাতিতে গড়ায়। কিন্তু আসল বিপত্তি বাধে এর পরেই! ওই রূপান্তরকামী মহিলা আরও কয়েক জনকে ডেকে আনেন। তার পর সকলে মিলে দল বেঁধে ওই ভারতীয়ের উপর চড়াও হন। জানা গিয়েছে, যৌন পরিষেবা নেওয়ার পর ওই মহিলাকে পুরো টাকা দিতে চাননি ওই পর্যটক। সম্ভবত তা থেকেই বিরোধের সূত্রপাত। গোটা ঘটনা নিয়ে আক্রান্ত যুবক এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কোনও অভিযোগও দায়ের করেননি তিনি। তবে ঘটনায় তদন্ত শুরু করেছে তাইল্যান্ডের পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।