মৃত যুবক দিলরাজ সিংহ গিল। ছবি: সংগৃহীত।
কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার বছর আঠাশের ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে বার্নাবিতে। মৃতের নাম দিলরাজ সিংহ গিল। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
বার্নাবি আরসিএমপি পুলিশ এক বিবৃতি জারি করে জানিয়েছে, ২২ জানুয়ারি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় পুলিশ খবর পায় কানাডা ওয়েতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।’’ পুলিশ আরও জানিয়েছে, আশপাশে খোঁজখবর নিয়ে যুবককে শনাক্তও করা হয়েছে। তবে পুলিশের এক সূত্রের দাবি, দিলরাজকে ভাল ভাবে চিনতেন অনেক পুলিশকর্মীই। তবে কারা, কেন দিলরাজকে গুলি করলেন, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি গ্যাংওয়ারের কোনও ঘটনা। বিসি গ্যাংয়ের এই কাজ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে দিলরাজ কি কোনও গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, বক্সটন স্ট্রিটের কাছে একটি পরিত্যক্ত গাড়িও উদ্ধার হয়েছে। গাড়িটি দিলরাজের কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, নবপ্রীত ঢালিওয়াল নামে এক ভারতীয় বংশোদ্ভূতের খুনের ঘটনায় জড়িত ছিলেন দিলরাজ। এ মাসের গোড়াতেই অ্যাবটসফোর্ডে নবপ্রীতের দেহ উদ্ধার হয়। নবপ্রীত ব্রাদার্স কিপার্স গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি। ইউএন গ্যাংয়ের সঙ্গে গন্ডগোল ছিল তাঁর। ঘটনাচক্রে, এই গ্যাংয়ের সদস্য ছিলেন দিলরাজ। দ্য ভ্যাঙ্কুভার সান-এর প্রতিবেদন বলছে, দিলরাজের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। ২০২১ সালে মাদক সংক্রান্ত মামলায় জেল হয়েছিল তাঁর। সম্প্রতি জেল থেকে জামিন পেয়েছিলেন তিনি।