Death Case

আমেরিকায় পাহাড়ে চড়তে গিয়ে বিপত্তি! ২০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু ভারতীয় ইঞ্জিনিয়ারের

বিষ্ণুর বয়স ৪৮ বছর। তিনি আমেরিকার সিয়াটলের বাসিন্দা। পেশায় ইঞ্জিনিয়ার। একটি প্রযুক্তি সংস্থায় উচ্চ পদে ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৯:১০
Share:

মৃত ইঞ্জিনিয়ার বিষ্ণু ইরিগিরেড্ডি। —ফাইল চিত্র।

আমেরিকায় পাহাড় চড়তে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মারা গেলেন তিন জন। তাঁদের মধ্যে এক জন ভারতীয় বংশোদ্ভূত বিষ্ণু ইরিগিরেড্ডি। উত্তর আমেরিকার পশ্চিমে রয়েছে কাসকেড পর্বতশ্রেণি। সেখানে চড়তে গিয়েই বিপত্তি। ২০০ ফুট গভীর খাদে পড়ে মারা যান তিন পর্বতারোহী।

Advertisement

বিষ্ণুর বয়স ৪৮ বছর। তিনি আমেরিকার সিয়াট্‌লের বাসিন্দা ছিলেন। পেশায় ইঞ্জিনিয়ার। কর্মরত ছিলেন একটি প্রযুক্তি সংস্থার উচ্চ পদে। তাঁর পরিবার জানিয়েছে, পর্বতারোহণ ছিল তাঁর নেশা। সেই নেশাই কাল হল। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন সঙ্গীর সঙ্গে কাসকেড পর্বতশ্রেণির একটি শৃঙ্গতে চড়ছিলেন বিষ্ণু। তখনই আচমকা ঝড় শুরু হয়। চার জনের দলটি ফিরে আসার চেষ্টা করে। সূত্রের খবর, সে সময়ই ২০০ ফুট গভীর খাদে পড়ে যান চার জন।

তিন জনেরই মৃত্যু হয়েছে। আন্তন সেলিখ নামে এক আরোহী কোনও মতে খাদ থেকে উঠে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে হাসপাতালে ভর্তি করে। বাকি তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। পর্বতারোহীদের কাছে এই কাসকেডের নর্থ আর্লি উইন্টার স্পায়ার অভিযান খুবই জনপ্রিয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement