এ বার শিশু-সহ ভারতীয় মহিলা খুন নিউ জার্সিতে

কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখেন, স্ত্রী এবং সাত বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে গিয়েছে কেউ। পুলিশের কাছে এই বয়ানই দিয়েছেন নিউ জার্সি বাসিন্দা ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী এন হনুমন্ত রাও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও নিউ জার্সি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০২:৪৮
Share:

শশিকলা ও তাঁর ছেলে অনীশ

কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখেন, স্ত্রী এবং সাত বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে গিয়েছে কেউ। পুলিশের কাছে এই বয়ানই দিয়েছেন নিউ জার্সি বাসিন্দা ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী এন হনুমন্ত রাও।

Advertisement

আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হনুমন্তের স্ত্রী-ও আমেরিকায় তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবেই কাজ করতেন। তবে বাড়ি থেকে। বৃহস্পতিবার সন্ধেবেলার এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে, আবার কি বর্ণবিদ্বেষের শিকার হতে হল ভারতীয়দের? এ ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন:ওবামা কেয়ারই কি টিকে যাবে, সংশয় ট্রাম্পেরও

Advertisement

ঘটনাটি নিয়ে আজ দিল্লিতেও আলোচনা হয়েছে। রাজ্যসভায় জিরো আওয়ারে কংগ্রেস সদস্য টি সুব্বারামি রেড্ডি বলেন, এই ঘটনা খুবই চিন্তার বিষয়। বিপজ্জনকও। দু’সপ্তাহ আগেই দু’জন ভারতীয় ওখানে প্রাণ হারিয়েছেন। এ বার ফের আরও দু’জন। প্রধানমন্ত্রীর উচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা। ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনও ঘটনা শুনে চিন্তিত। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভিকে তিনি বলেন, এ নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলতে। লোকসভায় ওয়াইএসআর কংগ্রেসের ওয়াই ভি সুব্বা রেড্ডিও সরকারের কাছে কড়া পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন