Advertisement
১১ মে ২০২৪

ওবামা কেয়ারই কি টিকে যাবে, সংশয় ট্রাম্পেরও

‘ওবামাকেয়ার’-এর বদলে ‘ট্রাম্প কেয়ার’ আনার জন্য যথেষ্ট ভোট নেই প্রেসিডেন্টের ঝুলিতে। শুক্রবার সকালে তড়িঘড়ি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এ কথা জানালেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার পল রায়ান।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০২:৩৬
Share: Save:

‘ওবামাকেয়ার’-এর বদলে ‘ট্রাম্প কেয়ার’ আনার জন্য যথেষ্ট ভোট নেই প্রেসিডেন্টের ঝুলিতে। শুক্রবার সকালে তড়িঘড়ি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এ কথা জানালেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার পল রায়ান। তবু নিজের অবস্থান থেকে সরতে নারাজ প্রেসিডেন্ট। তাঁর হুশিয়ারি—‘হয় আমার প্রস্তাবে সায় দিন। তা না-হলে আমি চললুম। আরও ঢের কাজ রয়েছে আমার। স্বাস্থ্যবিল নিয়ে আর মাথা ঘামাব না।’

রিপাবলিকান পার্টির মধ্যেই যথেষ্ট
ভোট জোগাড় না হওয়ায় বৃহস্পতিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের নতুন স্বাস্থ্য প্রকল্প নিয়ে ভোটাভুটি করা যায়নি। সংবাদ সংস্থার খবর, শুক্রবার দুপুরে এই ভোট হওয়ার কথা। কিন্তু এ বারেও যে ভোট মিলবে, সে বিষয়ে কেউই নিশ্চিত নন। তবু দলের সদস্যদের এক রকম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। ট্রাম্প ঘনিষ্ঠ ক্রিস কলিন্স বলছেন, ‘‘বার্তা খুব স্পষ্ট— হয় কাল বিল পাশ হবে। না হলে ওবামাকেয়ার থেকে যাবে।’’ প্রেসিডেন্ট ট্রাম্পও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টুইট করে বলেছেন, ‘‘সাত বছর ধরে ওবামাকেয়ার নামক বস্তুটিকে সহ্য করছেন আপনারা। আর কত দিন!’’

নির্বাচনী প্রচারে ওবামাকেয়ার বাতিলের কথা বলতেন ট্রাম্প। কিন্তু অনেকেই বলছেন, ট্রাম্পকেয়ার ওবামাকেয়ারের বিকল্প হতে পারে না। আজই ডেমোক্র্যাট পার্টির ভারতীয় বংশোদ্ভূত সদস্য অমি বেরা বলেন, ‘‘বিলটা নিয়ে নিজের দলেই ঐকমত্য নেই। এ থেকেই বোঝা যায় যে, বিলটি কত খারাপ!’’

এই অভিযোগে কান দিচ্ছেন না ট্রাম্প। তাঁর একটাই বক্তব্য, যে কোনও ভাবেই বিল পাশ করাতে হবে। ট্রাম্প-ঘনিষ্ঠ হোয়াইট হাউসের এক শীর্ষ অফিসারের কথায়, ‘‘প্রেসিডেন্ট স্পষ্ট বলেছেন, বিল আটকে গেলে তিনি আর এ বিষয়ে মাথাই ঘামাবেন না। শুধু স্বাস্থ্য বিল নিয়ে বসে থাকলেই তো তাঁর হবে না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trumpcare
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE