Indian Student Arrested

শিকাগো থেকে ফ্রাঙ্কফুর্টগামী বিমানে দুই কিশোরকে কাঁটাচামচ দিয়ে হামলা ভারতীয় ছাত্রের, গ্রেফতার

পুলিশ জানিয়েছে, দুই কিশোর পাশাপাশি বসেছিলেন। তৃতীয় আসনে ছিলেন প্রণীত। অভিযোগ, আচমকাই দুই কিশোরকে কাঁটাচামচ দিয়ে হামলা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৩:৫২
Share:

প্রতীকী ছবি।

আমেরিকার শিকাগো থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টগামী বিমানে দুই যাত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে। মাঝ-আকাশে দুই কিশোরের উপর কাঁটাচামচ দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পরই বিমানটিকে জরুরি ভিত্তিতে বস্টনে নামিয়ে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়। আহত দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রের নাম প্রণীতকুমার উসিরিপল্লি। ঘটনাটি ২৫ অক্টোবরের। পুলিশ সূত্রে খবর, শিকাগো ছাড়ার পর বিমান যখন মাঝ-আকাশে পৌঁছোয়, সেই সময়ে প্রণীত দুই কিশোরের উপর হামলা চালান বলে অভিযোগ। এক কিশোরের কাঁধে এবং অন্য জনের মাথায় চোট লাগে। এ ছাড়াও এক মহিলার যাত্রীকে চড় মারেন বলেও অভিযোগ।

পুলিশ জানিয়েছে, দুই কিশোর পাশাপাশি বসেছিল। তৃতীয় আসনে ছিলেন প্রণীত। অভিযোগ, আচমকাই দুই কিশোরকে কাঁটাচামচ দিয়ে হামলা করেন তিনি। বিমানকর্মীরা বাধা দিতে গেলে তাঁদের শাসানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা। তড়িঘড়ি বিমানটিকে বস্টন বিমানবন্দরে নামানো হয়। তার পরই গ্রেফতার করা হয় প্রণীতকে। পুলিশ সূত্রে খবর, দোষী প্রমাণিত হলে প্রণীতের ১০ বছরের জেল এবং দু’কোটি টাকা জরিমানা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement