Russia Ukraine War

Russia-Ukraine Conflict: পাকিস্তান ও তুরস্কের পডুয়াদের সীমান্ত পার হতে সাহায্য করল ভারতের ত্রিবর্ণ পতাকা

‘অপারাশেন গঙ্গা’-র (ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরানোর বিশেষ বিমান পরিষেবা) বিমান ধরার জন্য সীমান্ত পেরিয়ে রোমানিয়া আসতে চাইছিলেন ওই পড়ুয়ারা। তাঁদের বলা হয়, সঙ্গে দেশের পতাকা রাখলে পথে কোনও  সমস্যা হবে না, নির্বিঘ্নে তাঁরা সীমান্ত পেরতে পারবেন। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৭:৫১
Share:

ছবি টুইটার

ইউক্রেন সীমান্ত পেরতে কাজে এল ভারতের ত্রিবর্ণ পতাকা। শুধু ভারতীয় পডুয়াদের নয়, কাজে লাগল পাকিস্তান ও তুরস্কের পডুয়াদেরও। ওই পতাকা দেখিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন চেকপয়েন্ট বিনা বাধায় পেরিয়ে প্রতিবেশী দেশ রোমানিয়ার রাজধানি বুখারেস্টে প‌ৌঁছে গিয়েছেন তাঁরা।

Advertisement

‘অপারাশেন গঙ্গা’-র (ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরানোর বিশেষ বিমান পরিষেবা) বিমান ধরার জন্য সীমান্ত পেরিয়ে রোমানিয়া আসতে চাইছিলেন ওই পড়ুয়ারা। তাঁদের বলা হয়, সঙ্গে দেশের পতাকা রাখলে পথে কোনও সমস্যা হবে না, নির্বিঘ্নে তাঁরা সীমান্ত পেরতে পারবেন। দক্ষিণ ইউক্রেনে ডাক্তারি পড়তে আসা ভারতীয় এক পডুয়া বলেন, ‘‘আমরা তখন সিদ্ধান্ত নিই, নিজেরাই পতাকা বানিয়ে ফেলব। বাজার থেকে রং কিনে আনি। সাদা পর্দার উপর রং করে দেশের ত্রিবর্ণ পতাকা তৈরি করি।’’

ওই পাতাকা শুধু তাঁদের রক্ষাকবচ হিসাবে কাজ করেনি, সঙ্গে পাকিস্তানি এবং তুরস্কের কয়েক জন ছাত্রকেও সীমান্ত পার হতে সাহায্য করেছে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

ইউক্রেনের ওডেসা থেকে মোলোডোভা সীমান্ত পৌছনোর পর তাঁর অভিজ্ঞতাও বেশ সুখকর বলে জানিয়েছেন ওই পড়ুয়া। তার কথায়,‘‘মোলাডোভার বাসিন্দারা আমাদের থাকার ব্যবস্থা করেছেন। বাস এবং ট্যাক্সি করে আমাদের রোমানিয়া প‌ৌঁছতে সাহায্য করেছেন।’’

ভারতীয় দূতাবাসের প্রশংসায় পঞ্চমুখ ওই পডুয়ারা জানিয়েছেন, রোমানিয়া পৌঁছনোর পর দূতাবাস তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। এখন তাঁরা অপেক্ষা করছেন ভারতের বিমান ধরার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement