(বাঁ দিকে) স্ত্রী মিমু ডোগরার সঙ্গে অভিযুক্ত বিজয় কুমার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
আমেরিকার জর্জিয়ায় তিন সন্তানের সামনে স্ত্রী এবং তিন আত্মীয়কে গুলি করে খুন করলেন এক ভারতীয়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিজয় কুমার।
ফক্স ৫ আটলান্টা-র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় বাড়িতেই ছিল বিজয়ের তিন সন্তান। স্ত্রী এবং সন্তানদের নিয়ে লরেন্সভিল সিটিতে থাকতেন বিজয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক কোনও বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। এই ঘটনা প্রকাশ্যে আসার পর আটলান্টায় ভারতের কনসুলেট জেনারেল দুঃখপ্রকাশ করে ওই পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বিজয়ের স্ত্রী মিমু ডোগরা (৪৩), এ ছাড়াও এই তালিকায় রয়েছেন তিন আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দ্র (৩৭) এবং হরিশ চন্দ্র (৩৮)। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁরা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান। তার পরই পর পর গুলির শব্দ। গুলির আওয়াজে পড়শিরা বেরিয়ে আসেন। পুলিশ এসে বিজয়কে গ্রেফতার করে। ঘরের ভিতর থেকে চার জনের দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত আড়াইটে নাগাদ ব্রুক আইভি কোর্টে এই ঘটনাটি ঘটে। তারা বাড়িতে ঢুকে চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় বিজয়ের সন্তানেরা বাড়িতেই ছিল। ভয়ে এবং বাঁচার তাগিদে তারা তিন জনেই আলমারির ভিতরে লুকিয়ে পড়েছিল। তাদের মধ্যে এক জন ৯১১-এ ফোন করে। সেই ফোন পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে।