কাড়া হল ভারতীয় মায়ের ছেলেকেও

বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির শিকার হয়ে ইতিমধ্যেই বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন অন্তত ২৩০০ শিশু। সেই দলে থাকা কোনও ভারতীয় মা-ছেলের কথা জানা গেল সম্ভবত এই প্রথম।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০৩:৩৪
Share:

ডোনাল্ড ট্রাম্প।ফাইল চিত্র।

ছেলেটার বয়স মাত্র পাঁচ। বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চা সে। বাড়ি আমদাবাদ। একমাত্র আশ্রয় বলতে মা। কিন্তু মায়ের থেকেই তো কেড়ে নেওয়া হয়েছে তাকে। আর মাকে ধরেছে পুলিশ।

Advertisement

বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির শিকার হয়ে ইতিমধ্যেই বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন অন্তত ২৩০০ শিশু। সেই দলে থাকা কোনও ভারতীয় মা-ছেলের কথা জানা গেল সম্ভবত এই প্রথম।

একটি মার্কিন সংবাদপত্রের দাবি, মেক্সিকো সীমান্ত দিয়ে বেআইনি ভাবে আমেরিকায় ঢোকার অভিযোগে ধরা পড়েছিলেন ভাবন পটেল (৩৩) নামে ওই মহিলা। তখনই মাকে গ্রেফতার করে তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ছেলেকে। ঠিক কবে এই গ্রেফতারের ঘটনা ঘটে, জানা যায়নি। মঙ্গলবার অ্যারিজোনার এক আদালতে ৩০ হাজার ডলারের বন্ডে মা ছাড়া পেলেও তিনি ছেলেকে খুঁজে পেয়েছেন কি না, স্পষ্ট নয়।

Advertisement

মাতৃভাষা গুজরাতি ছাড়া কিছু বোঝেন না পটেল। আইনজীবী জানান, ছেলেকে নিয়ে আমদাবাদ থেকে পালিয়ে গ্রিস, মেক্সিকো হয়ে আমেরিকায় পৌঁছতে চেয়েছিলেন এই তরুণী। বিচারক জানতে চান, কী ভাবে তিনি আমেরিকায় পৌঁছেছেন, এ দেশে আসার জন্য কোনও দালালকে টাকা দিয়েছিলেন কি না। দোভাষীর মাধ্যমে পটেল জানান, দালালের মাধ্যমে নয়, নিজের ভাই তাঁকে দেশ ছাড়ার বন্দোবস্ত করে দেন। শরণার্থী বিভাগের এক অফিসারকে উদ্ধৃত করে মার্কিন সংবাদপত্রটি বলেছে, গুজরাতে ফিরলে তাঁদের খুন বা জখম করা হবে বলে ভয় পাচ্ছেন পটেল।

সংবাদপত্রটি জানিয়েছে, বিচারাধীন বন্দির ফ্যাকাসে সবুজ পোশাকে মঙ্গলবার আদালত কক্ষে বসেছিলেন পটেল। চুলে পাক ধরেছে।
হাত কচলাচ্ছিলেন ক্রমাগত। তাঁর আইনজীবী আলিঙ্কা রবিনসন আদালতকে বলেন, ‘‘ওঁর ছেলে ভাল
নেই।’’ শিশুদের আলাদা করার রেওয়াজ রুখতে নির্দেশে সই করেছেন ট্রাম্প। কিন্তু তার আগেই তো সন্তানদের থেকে বিচ্ছিন্ন অনেকে। ভাবনের মতো তাঁদের ভাগ্যও অনিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন