Corona

চিনা টিকা নিলে তবেই চিনে প্রবেশের ছাড়পত্র

মূলত দেশে তৈরি চারটি টিকার উপরেই ভরসা রেখেছে চিনা প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ২০:৪৮
Share:

কর্মসূত্রে চিনে থাকা বিদেশি নাগরিকদের ফেরার অনুমতি দেবে চিন। তবে শর্ত সাপেক্ষে। চিনের তৈরি করোনার টিকা নিলে তবেই চিনে প্রবেশের ছাড়পত্র পাবেন এই বিদেশিরা।

Advertisement

ভিসা দেওয়ার এই নতুন নীতির কথা চিনা দূতাবাসের তরফে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে সমস্যা দেখা দিয়েছে অন্যত্র। চিনের তৈরি টিকা আন্তর্জাতিক ক্ষেত্রে অনুমোদন না পাওয়ায় এখনও বহু দেশে চিনের টিকা পাওয়া যাচ্ছে না। ভারত-শ্রীলঙ্কার মতো দেশে তো নয়ই। ফলে প্রশ্ন উঠেছে নতুন নীতির আড়ালে কি চিনের টিকা বিশ্বের বাজারে আনার পথ প্রশস্ত করতে চাইছে চিন?

করোনা অতিমারির জেরে চিনে কর্মরত বিদেশিদের কাজ ছেড়ে নিজেদের দেশে ফিরতে হয়েছিল। পরিবার ছেড়ে আসতেও বাধ্য হয়েছিলেন অনেকে। চিনের নয়া নীতি তাঁদের আশা জুগিয়েছে। তবে নতুন নীতিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে চিনের অদ্ভূত শর্তে ধন্ধে তাঁরা।

Advertisement

চিন ভিসা সংক্রান্ত ঘোষণায় জানিয়েছে, এই সপ্তাহ থেকেই নতুন নীতি প্রযোজ্য। চিনে চাকরি বা জীবিকায় যোগ দেওয়ার জন্য, বাণিজ্যিক সফরের জন্য বা পরিবারের সঙ্গে সাক্ষাতের প্রয়োজনে যে সমস্ত বিদেশিরা ফিরতে চান, তাঁদের এই শর্ত মাথায় রেখেই ভিসার আবেদন করতে হবে। নতুন নীতিতে চিনের তৈরি টিকা নিলে তবেই বিদেশি নাগরিকদের ভিসা দেবে বলে জানিয়েছে চিনা প্রশাসন। তবে আবেদন তাঁরাই করতে পারবেন যাঁরা ইতিমধ্যেই চিনা টিকার দু’টি ডোজ নিয়েছেন বা ১৪ দিন আগে একটি ডোজ নিয়েছেন। অবশ্য তারপরও ভিসা পেয়ে চিনে পৌঁছনোর পর তিন সপ্তাহের নিভৃতবাসে থাকতে হবে।

প্রসঙ্গত, চিন এখনও বিদেশি কোনও টিকাকে অনুমোদন দেয়নি। মূলত দেশে তৈরি চারটি টিকার উপরেই ভরসা রেখেছে চিনা প্রশাসন। ওই টিকা ইতিমধ্যে বিভিন্ন দেশে সরবরাহ করতেও শুরু করেছে তারা। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত দেশগুলির কাছ থেকে বিশ্বস্ততা আদায় করতে পারেনি চিন। তাদের তৈরি টিকার প্রভাব পরীক্ষা সংক্রান্ত অস্পষ্ট ফলই এব্যাপারে বাদ সেধেছে বলে টিকা বিশেষজ্ঞদের অনুমান। যদিও ইন্দোনেশিয়া, তুরস্কের মতো দেশে চিনে তৈরি টিকা পৌঁছে গিয়েছে বহু আগেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন