—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ত্রিশটি কাজের দিনের সময়সীমা বেঁধে ইনকিলাব মঞ্চ জানাল, তার মধ্যে তাদের আহ্বায়ক ওসমান হাদির খুনের বিচার না হলে তারা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেলার আন্দোলন শুরু করবে। আজ ঢাকার শাহবাগে ওই সংগঠনের সদস্যসচিব আবদুল্লা আল জাবের এই ঘোষণা করেছেন। তাঁর অভিযোগ, সরকারের আদৌ হাদির খুনিদের ধরার সদিচ্ছা নেই। হাদিকে খুনে জড়িত দু’জনকে মেঘালয় পুলিশ ধরেছে বলে সম্প্রতি বাংলাদেশ পুলিশ দাবি করলেও তা নস্যাৎ করেছে ভারত। সেই প্রেক্ষিতে জাবের বলেছেন, “হাদির হত্যাকাণ্ডকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”
এর আগের শুক্রবার শাহবাগে ধর্না শুরু করেছিল ইনকিলাব মঞ্চ। তবে শৈত্যপ্রবাহে সেখান থেকে সরে গিয়ে সমাজমাধম্যে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হচ্ছিল। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে কর্মসূচিস্থগিত হয়ে গিয়েছিল মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল করে আজ ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে গিয়ে ফের ধর্না শুরু করেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে