International

ইরানের পাল্টা! ১৫টি মার্কিন সংস্থার বিরুদ্ধে জারি হচ্ছে নিষেধাজ্ঞা

এ বার আমেরিকাকে ‘শিক্ষা’ দিতে চলেছে ইরান। ১৫টি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১৮:৩৬
Share:

এ বার আমেরিকাকে ‘শিক্ষা’ দিতে চলেছে ইরান। ১৫টি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

Advertisement

বদলাও বলা যেতে পারে। ইরানের অস্ত্রসম্ভার বাড়াতে সাহায্য করার অপরাধে হালে বেশ কয়েকটি বিদেশি অস্ত্রনির্মাণ সংস্থাকে মার্কিন মুলুকে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, তারই পাল্টা হিসেবে এ বার ১৫টি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তেহরান। খবর ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ’র।

ইরান প্রকাশ্যে অবশ্য ইজরায়েলকে দেখাচ্ছে। বলছে, ইজরায়েলকে অস্ত্র বেচে বলেই ১৫টি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে ইরান। তেহরানের বক্তব্য, ওই মার্কিন সংস্থাগুলির কাছ থেকে অস্ত্র কিনে প্যালেস্তাইনের বিরুদ্ধে সে সব ব্যবহার করছে ইজরায়েল।

Advertisement

ঘটনা হল, যে ১৫টি মার্কিন সংস্থাকে নিষিদ্ধ করতে চলেছে তেহরান, তারা কেউই ইরানে ব্যবসা করে না। তাদের পছন্দ ইজরায়েল। কারণ, তেহরানের বক্তব্য, সেই সব অস্ত্র ইজরায়েল ব্যবহার করে প্যালেস্তাইনের বিরুদ্ধে।

ইরানের ওই নিষেধাজ্ঞা জারির মানেটা কী দাঁড়াবে?

ইরানের সরকারি সংবাদ সংস্থা জানাচ্ছে, ‘‘এর ফলে ওই মার্কিন সংস্থাগুলির সঙ্গে ইরানে বেসরকারি স্তরেও কোনও লেনদেন করা যাবে না। ইরানে তাদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আর ওই সংস্থাগুলির কর্তাব্যক্তিরা ইরানে আসার জন্য ভিসা পাবেন না।’’

আরও পড়ুন- মসুলে বিমান হানায় শয়ে শয়ে নিরীহের মৃত্যু, দায় কবুল আমেরিকার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন