Iran President Warns IAEA

‘সহযোগিতা চাইলে ছা়ড়তে হবে দ্বিচারিতা’! আইএইএ-কে হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্ট পেজ়েকশিয়ানের

গত ১৩ জুন রাতে ইরানের রাজধানী তেহরান এবং একাধিক পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। ওই অভিযানের পোশাকি নাম ছিল, ‘অপারেশন রাইজ়িং লায়ন’!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ০০:৩৩
Share:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান। ছবি রয়টার্স।

রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে এ বার সরাসরি হুঁশিয়ারি দিল তেহরান। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান বলেন, ‘‘পরমাণু কর্মসূচির বিষয়ে আইএইএ যদি আমাদের সহযোগিতা চায়, তবে তাদের দ্বিচারিতা ত্যাগ করতে হবে।’’

Advertisement

পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগেই আইএইএ-কে অবস্থান বদলাতে হবে বলে জানান পেজ়েকশিয়ান। প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে ইরানের রাজধানী তেহরান এবং একাধিক পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। ওই অভিযানের পোশাকি নাম ছিল, ‘অপারেশন রাইজ়িং লায়ন’!

ঘটনাচক্রে, ইজ়রায়েলি হামলার দিনকয়েক আগে আইএইএ-র ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি জানিয়েছিলেন, পরমাণু বোমা নির্মাণের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে ইরান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল ইরান। বুধবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ী ভাবে পিছিয়ে দেওয়া হয়েছে’। যদিও ট্রাম্প এ-ও মনে করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অন্য কোনও জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে আবার চালু করতে পারে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement