Bizarre

১৭ বছর ধরে শুধু নরম পানীয় খেয়ে বেঁচে! বৃদ্ধের দাবি ঘিরে হুলস্থুল

গোলারেজার দাবি, তাঁর নাকি খিদে পায় না। যখন খুব ক্লান্ত বোধ করেন, তখন শক্তি অর্জনের জন্য শুধু নরম পানীয় খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৭:৪৪
Share:

খিদে পেলেই শুধু নরম পানীয় খান গোলারেজা! ছবি: সংগৃহীত।

জল, খাবার ছাড়া বেঁচে রয়েছেন, এমন মানুষ খুঁজে মেলা ভার। কিন্তু সম্প্রতি এক বৃদ্ধ দাবি করেছেন, তিনি নাকি ১৭ বছর ধরে কোনও খাবার এবং জল খাননি। বৃদ্ধের এমন অদ্ভুত দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

বৃদ্ধের নাম গোলারেজা আর্দেশিরি। তিনি ইরানের বাসিন্দা। গোলারেজার দাবি, তাঁর নাকি খিদে পায় না। যখন খুব ক্লান্ত বোধ করেন, তখন শক্তি অর্জনের জন্য শুধু নরম পানীয় খান। আর সেটাই নাকি তাঁর খাদ্য এবং পানীয় দুটোরই কাজ করে!

গোলারেজা ফাইবারগ্লাস মেরামত করেন। তাঁর দাবি, ২০০৬ সালের জুন থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার সব সময় একটা অদ্ভুত অনুভূতি হয়। সব সময় মনে হয় মুখের ভিতর চুলজাতীয় কিছু রয়েছে। যে চুলের শেষ প্রান্ত আমার পাকস্থলীতে গিয়ে ঠেকেছে। কোনও ভাবেই সেটিকে বার করা যাচ্ছে না।” গোলারেজার দাবি, চিকিৎসকরাও তাঁর এই রোগটিকে ধরতে পারেননি। আর যে কারণেই তাঁর নাকি খাবারের প্রতি অনীহা। খিদেই পায় না। তাঁর বাড়ির লোকেরা গোলারেজা সামনে খেতে বসেন না। খাবার দেখলেই বমি হয় গোলারেজার।

Advertisement

তাঁর আরও দাবি, রাতে তিনি চার ঘণ্টা ঘুমান। আর দিনে ৩ লিটার নরম পানীয় খান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন