International news

২৫০ কেজি ওজনের আইএস নেতা গ্রেফতার ইরাকে, ট্রাক ভাড়া করে নিয়ে যেত হল তাঁকে

বৃহস্পতিবার মসুল থেকেই ইরাক সেনার সোয়াট বাহিনী তাঁকে ধরে পুলিশের হাতে দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

মসুল শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১২:৫৭
Share:

গ্রেফতার হওয়া ২৫০ কেজি ওজনের আইএস-এর ওই ধর্মীয় নেতা। ছবি: টুইটার।

ইরাকি সেনার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য ‘হেভিওয়েট’ এক আইএস-এর এক ধর্মীয় নেতাকে গ্রেফতার করল ইরাক পুলিশ। তিনি শুধু প্রভাবশালী নন, আক্ষরিক অর্থেও হেভিওয়েট। তাঁর ওজন ২৫০ কেজি।

Advertisement

বৃহস্পতিবার মসুল থেকেই ইরাক সেনার সোয়াট বাহিনী তাঁকে ধরে পুলিশের হাতে দেয়। ওই আইএস ধর্মীয় নেতার প্রকৃত নাম আবু আব্দুল বারি। তিনি ‘জব্বা দ্য জিহাদি’ নামেই পরিচিত। তিনি ওবেসিটিতে আক্রান্ত। এতটাই মোটা যে গ্রেফতারির পরে পুলিশের গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। একটি ট্রাক ভাড়া করে, তাতে তাঁকে শুইয়ে নিয়ে যেতে হয় পুলিশকে।

ইরাক সেনাবাহিনী জানিয়েছে, মুফতি আবু আব্দুল বারি “ইরাক সেনা বাহিনীর বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তৃতা দিতেন।” তিনি আইএস-এর গুরুত্বপূর্ণ একজন নেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত মুসলিম আইএসের প্রতি যথেষ্ট সম্মান দেখান না, তাঁদের খুন করার ফতোয়াও জারি করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: এ বার ‘রয়্যাল হাইনেস’ খেতাব ছাড়তেও সম্মত হলেন হ্যারি-মেগান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন