british

British Geologist arrest: ইরাকে মৃত্যুদণ্ডের সাজা ব্রিটিশ ভূতত্ত্ববিদ ও এক জার্মানের

গত ২০ মার্চ দেশে ফেরার সময়ে বিমানবন্দরে ধরা পড়েন দু’জনে। বন্দি করা হয় তাঁদের। গত ১৫ মে তাঁদের মামলার শুনানি হয়।

Advertisement

সংবাদ সংস্থা

বাগদাদ শেষ আপডেট: ১৭ মে ২০২২ ০৫:৪০
Share:

জিম ফিটন। ছবি সংগৃহীত।

দক্ষিণ ইরাকের এরিদু শহরের একটি পুরাতাত্ত্বিক এলাকা থেকে ১২টি পাথর ও প্রাচীন পাত্রের ভাঙা অংশ নিজের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অবসরপ্রাপ্ত এক ব্রিটিশ ভূতত্ত্ববিদ। সেই অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে তাঁকে। একই ভবিতব্য হয়েছে এক জন জার্মান পর্যটকেরও।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ৬৬ বছর বয়সি ভূতত্ত্ববিদের নাম জিম ফিটন। তিনি ও ফলকার ওয়াল্ডমান নামের এক জার্মান পর্যটক একটি পুরাতাত্ত্বিক ও ভূবৈজ্ঞানিক সফরে এসেছিলেন। সেখান থেকে এই সমস্ত জিনিস সংগ্রহ করন তাঁরা। গত ২০ মার্চ দেশে ফেরার সময়ে বিমানবন্দরে ধরা পড়েন দু’জনে। বন্দি করা হয় তাঁদের। গত ১৫ মে তাঁদের মামলার শুনানি হয়। বিচারকের সামনে তাঁরা জানিয়েছেন, তাঁরা ইরাকের আইন সম্পর্কে অবগত ছিলেন না। নিতান্ত উপহার হিসাবে পাথর ও ভাঙা পাত্রের অংশ সংগ্রহ করেছিলেন। ফিটন ও ওয়াল্ডমানের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন মানবাধিকারকর্মীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন