রামাদি পুনর্দখলে নয়া নীতি ইরাকের

দীর্ঘ লড়াইয়ের পরেও পিছু হটেনি জঙ্গিরা। তাই সম্মুখসমরের আগে জঙ্গিদের ঘরছাড়া করতে নতুন এক কৌশল নিল ইরাকের সেনা। মঙ্গলবার সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরাকের রামাদি থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের পিছু হটাতে শহরের প্রতিটি পরিষেবা বন্ধ করার নীতি নিয়েছে সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:৪৪
Share:

দীর্ঘ লড়াইয়ের পরেও পিছু হটেনি জঙ্গিরা। তাই সম্মুখসমরের আগে জঙ্গিদের ঘরছাড়া করতে নতুন এক কৌশল নিল ইরাকের সেনা।

Advertisement

মঙ্গলবার সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরাকের রামাদি থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের পিছু হটাতে শহরের প্রতিটি পরিষেবা বন্ধ করার নীতি নিয়েছে সেনা। জল এবং বিদ্যুৎ সরবরাহের মতো জরুরি পরিষেবা বন্ধ করতে এ দিন থেকেই মাঠে নেমেছে সেনা। ইরাকি সেনার এক মুখপাত্র আহমেদ আল-আসাদি জানিয়েছেন, পরিষেবা বন্ধের প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক দিন সময় লাগবে। তার পরে কী পরিস্থিতি তৈরি হয় তার উপরে নির্ভর করেই পরের পদক্ষেপ করবে সেনা। রামাদিকে জঙ্গিকবল থেকে মুক্ত করতে বেশ কয়েক বার উদ্যোগী হয়েছে সেনা। সাময়িক সাফল্য মিললেও শহরটি এখনও আইএস-এর দখলেই রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement