Shark

Great White Shark: ভেসে উঠল ১২ ফুটের সাদা হাঙর! ‘গরমের ছুটি’ কাটাচ্ছে সাড়ে ৪০০ কেজির ‘আয়রনবাউন্ড’!

পরিযায়ী হাঙরদের গতিবিধি সম্পর্কে তথ্যাদি জানতে ২০১৯ সালে ‘আয়রনবাউন্ড’কে ধরে তার দেহে ‘ট্যাগ’ বসানো হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ জার্সি শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৭:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

গ্রীষ্মের শুরুতেই আমেরিকার সমুদ্রে ভেসে উঠল সাড়ে ৪০০ কিলোগ্রামের সাদা হাঙর ‘আয়রনবাউন্ড’। কানাডার বাসিন্দা হলেও আপাতত আমেরিকার জলে ঘোরাফেরা করছে সেটি। সোমবার ১২ ফুটের ওই হাঙরটি দেখা গেল নর্থ ক্যারোলাইনায়।

পরিযায়ী হাঙরদের গতিবিধি সম্পর্কে তথ্যাদি জানতে ২০১৯ সালে ‘আয়রনবাউন্ড’কে ধরে তার দেহে ‘ট্যাগ’ বসানো হয়েছিল। এর পর সেটিকে কানাডার নোভা স্কটিয়ায় ওয়েস্টার্ন আয়রনবাউন্ডের কাছে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। ওসার্চ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, ‘আয়রনবাউন্ড’ যত বারই সমুদ্রের জলে ভেসে উঠবে, তত বারই ওই ট্যাগের সাহায্যে তা জানা যাবে।

Advertisement
আরও পড়ুন:

সামুদ্রিক প্রাণীদের নিয়ে গবেষণারত ওই সংগঠন সূত্রে খবর, এখনও পর্যন্ত ফ্লোরিডার সমুদ্র থেকে মেক্সিকোর উপকূলে ঘোরা হয়ে গিয়েছে বছর কুড়ির ‘আয়রনবাউন্ডে’র। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টা নাগাদ নিউ জার্সির উপকূলের অদূরেও এসেছিল সেটি। গবেষকদের দাবি, ২০১৯ সালে ট্যাগ করার পর এখনও পর্যন্ত ১৩,০০০ মাইল সফর করে ফেলেছে সাদা হাঙরটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন