আশ্রমিক খুনে দায় নিল আইএস

সকাল সকাল হাঁটতে বেরিয়ে খুন হয়েছিলেন নিত্যরঞ্জন পাণ্ডে। বাংলাদেশের পাবনার সেই বৃদ্ধ আশ্রমিক খুনের দায় নিল আইএসআইএস। চল্লিশ বছর ধরে পাবনার হেমায়েতপুরে অনুকূলচন্দ্র ঠাকুর সেবাশ্রমের দেখাশোনা করতেন নিত্যর়ঞ্জনবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৮:২০
Share:

পড়ে রয়েছে নিত্যরঞ্জন পাণ্ডের (ইনসেটে) দেহ।—নিজস্ব চিত্র

সকাল সকাল হাঁটতে বেরিয়ে খুন হয়েছিলেন নিত্যরঞ্জন পাণ্ডে। বাংলাদেশের পাবনার সেই বৃদ্ধ আশ্রমিক খুনের দায় নিল আইএসআইএস। চল্লিশ বছর ধরে পাবনার হেমায়েতপুরে অনুকূলচন্দ্র ঠাকুর সেবাশ্রমের দেখাশোনা করতেন নিত্যর়ঞ্জনবাবু। আজ আইএস অনুমোদিত সংবাদ সংস্থা আমাক জানিয়েছে কালকের সেই নৃশংস খুনের দায় নিয়েছে ইসলামি জঙ্গি সংগঠন আইএসআইএস। আরবি ভাষায় লেখা একটি ছোট্ট বার্তায় তারা শুধু জানিয়েছে, বাংলাদেশের উত্তরে যে হিন্দু বৃদ্ধ খুন হয়েছেন, তাঁকে আইএসের সদস্যরাই মেরেছে। পাবনার পুলিশ অবশ্য এই বার্তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে। সরকারি ভাবে এ নিয়ে কেউই কিছু বলছেন না।

Advertisement

তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে জোরদার করা হয়েছে সন্ত্রাস-দমন অভিযান। অন্য দিকে, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যায় জড়িত এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। ওই সন্দেহভাজনের নাম শাহজাহান ওরফে রবিন। ৫ জুন চট্টগ্রামে দুষ্কৃতীদের হাতে খুন হন মিতু। চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, শাহজাহানই প্রকৃত খুনি কি না, তা এখনই বলা সম্ভব নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই খুনের ঘটনায় আরও কয়েক জন জড়িত ছিল। তাদের খোঁজও চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন