হামলার পর। ছবি: এএফপি।
ফের জঙ্গি হামলা কাবুলে। এ বার নিশানায় আফগান রাজধানীর ইরাকি দূতাবাস।
শহরের কেন্দ্রস্থল শার-এ-নও-এ রয়েছে বেশ কয়েকটি দূতাবাস। দোকানপাট, রেস্তোরাঁয় সাজানো অভিজাত অঞ্চল। আজ সকালে ওই এলাকার ইরাকি দূতাবাসে হামলা চালায় জঙ্গিরা। কাবুলে ইরাকের দূতাবাসের কাছেই রয়েছে ভারত ও মার্কিন দূতাবাস। সেগুলি সুরক্ষিত রয়েছে বলেই খবর।
সকাল এগারোটা নাগাদ প্রথমে ইরাকি দূতাবাসের মূল ফটকে গাড়ি বোমা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি। নিরাপত্তারক্ষীরা সে দিকে ব্যস্ত হয়ে পড়ায় সেই সুযোগে বাকি তিন জঙ্গি দূতাবাস চত্বরে ঢুকে পড়ে। দূতাবাসের ভিতরে থাকা নিরাপত্তা রক্ষীরা জঙ্গিদের আটকাতে গুলি চালায়। রাত পর্যন্ত বজায় ছিল সেই গুলির লড়াই। আজকের হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন আইএস।
আফগান অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, ইরাকের রাষ্ট্রদূত এবং বাকি দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। তাঁর কথায়, ‘‘বাকি জঙ্গিদের মেরে ফেলতে নিরাপত্তা বাহিনীর বেশি সময় লাগবে না।’’ তবে শেষমেশ ক’জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে, রাত পর্যন্ত তা জানা যায়নি।