বাংলাদেশে ইসলামই রাষ্ট্রধর্ম, রায় হাইকোর্টের

বাংলাদেশে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল থাকছে ইসলামই। আজ এই রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তবে সর্ব ধর্ম পালনের যে নীতি বাংলাদেশের সংবিধানে রয়েছে, সেই নীতিও বহাল থাকছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০৩:১৬
Share:

বাংলাদেশে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল থাকছে ইসলামই। আজ এই রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তবে সর্ব ধর্ম পালনের যে নীতি বাংলাদেশের সংবিধানে রয়েছে, সেই নীতিও বহাল থাকছে।

Advertisement

১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানে ‘অষ্টম সংশোধনী’ এনেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ। তবে সংশোধনীতে এ-ও বলা হয়েছিল যে, দেশে অন্য যে কোনও ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করা যাবে। ইসলামকে রাষ্ট্রধর্ম করার সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করে তখন রিট আবেদন করেছিলেন দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। ছিলেন কবি সুফিয়া কামাল, অধ্যাপক কবীর চৌধুরী, আনিসুজ্জামান, ভাষাতত্ত্ববিদ বদরুদ্দিন উমর, প্রাক্তন বিচারপতি কামালউদ্দিন হোসেন। ইতিমধ্যে এই পনেরো জনের মধ্যে দশ জন মারাও গিয়েছেন। ২৯ বছর পরে আদালতে ওঠে মামলাটি। শুনানি শুরুর কয়েক মিনিটের মধ্যেই তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, ইসলামকেই রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখা হবে। আবেদনকারীদের এই আবেদনের কোনও অধিকার নেই!

সোমবার দেশজুড়ে বন্‌ধ ডেকেছিল জামাতে ইসলামি। তবে তাতে কোনও সাড়া মেলেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন