রাজশাহির মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

বাংলাদেশের রাজশাহির মসজিদে হামলা চালানোর দায় স্বীকার করল আইএস জঙ্গি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়াতে বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে আইএস। মার্কিন পর্যবেক্ষণকারী সংস্থা সাইট (এসআইটিই) এই তথ্য জানিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৫ ১০:৫৯
Share:

বের করে নিয়ে যাওয়া হচ্ছে নিহত ব্যক্তির দেহ।

বাংলাদেশের রাজশাহির মসজিদে হামলা চালানোর দায় স্বীকার করল আইএস জঙ্গি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়াতে বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে আইএস। মার্কিন পর্যবেক্ষণকারী সংস্থা সাইট (এসআইটিই) এই তথ্য জানিয়েছে।

Advertisement

গত শুক্রবার জুমার নামাজ চলাকালীন রাজশাহির বাগমারায় সংখ্যালঘু আহমদিয়া গোষ্ঠীর ওই মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এই হামলায় নিহত হয় ওই জঙ্গি। গুরুতর আহত হন অন্তত দশ জন। পুলিশ জানিয়েছে, হামলাকারী তার শরীরে বাঁধা বিস্ফোরক-বেল্টে বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালিয়েছে।

এই মসজিদেই হামলা হয়।

Advertisement

এই নিয়ে গত চার মাসে ১৯ বার ভিন্ন ধর্মের ব্যক্তি, প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর উপর হামলা চালানো হয়েছে।

এএফপি-র তোলা ছবি।

চট্টগ্রামে বোমা হামলা নৌবাহিনীর মসজিদেই, জখম ছয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন