মুহূর্তেই ধড় থেকে মাথা আলাদা, ভিডিও পোস্ট করল আইএস

পরনে কমলা রঙের জাম্পশ্যুট। হাঁটু ভাঁজ করে বসে এক যুবক। মাথা খানিকটা সামনের দিকে ঝুঁকে। তাঁর পিছনে দাঁড়িয়ে এক জন। হাতে ধারালো ছুরি। সেই অস্ত্রের আঘাতেই নিমেষে বসে থাকা মানুষটির মাথা আলাদা হয়ে গেল ধড় থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪২
Share:

ছবি: টুইটার।

পরনে কমলা রঙের জাম্পশ্যুট। হাঁটু ভাঁজ করে বসে এক যুবক। মাথা খানিকটা সামনের দিকে ঝুঁকে। তাঁর পিছনে দাঁড়িয়ে এক জন। হাতে ধারালো ছুরি। সেই অস্ত্রের আঘাতেই নিমেষে বসে থাকা মানুষটির মাথা আলাদা হয়ে গেল ধড় থেকে। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল চারপাশে। ফের এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল দুনিয়া। সৌজন্যে আইএস।

Advertisement

বুধবার এই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারা। তার পর থেকেই বিশ্ব জুড়ে আলোড়ন শুরু হয়েছে।

ভিডিওর আইএসের দাবি, ব্যক্তিটি সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার গুপ্তচর। আইএসের ঘাঁটির খবর জানতেই তাঁকে নিযুক্ত করা হয়েছিল বলে দাবি করেচে ওই জঙ্গিগোষ্ঠী। বস্তুত, সিরিয়া সরকারের সঙ্গে যৌথ ভাবে আইএস নিধনে অংশ নিয়েছে রাশিয়া। আইএসকে সম্পূর্ণ ধ্বংস করতে সিরিয়ার বিমান হানাও চালাচ্ছে মস্কো। রাশিয়াকে পাল্টা চাপে রাখতেই প্রকাশ্যে খুনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

তবে শুধু এই ঘটনাই নয়। চলতি বছরের জানুয়ারিতেই এক নৃশংস হত্যালীলার ভিডিও পোস্ট করেছিল আইএস। সেখানে রাশিয়ার দুই গুপ্তচরকে গুলি করে খুন করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement