West Bank

‘সম্প্রসারিত হবে ইহুদিদের বসতি’! গাজ়ার পর নেতানিয়াহুর ঘোষণা অন্য প্যালেস্টাইনি ভূখণ্ড দখলের

প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের প্রয়াত নেতা ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ২১:১৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভূমধ্যসাগরের তীরবর্তী গাজ়া দখলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আগেই। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি জনবসতি সম্প্রসারণের কথা ঘোষণা করল।

Advertisement

নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকের পরে ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটৎজ় এবং অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোত্রিচ জানিয়েছেন, ওয়েস্ট ব্যাঙ্কে নতুন করে ২২টি ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তেল আভিভের অনুমোদন না নিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অংশে আগে থেকেই যে ইহুদি বসতি গড়ে উঠেছে, সেগুলিকেও আইনি বৈধতা দেওয়ার কথা জানান তাঁরা। আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে প্যালেস্টাইনি মুসলিমদের প্রাচীন বসতি ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে ইজ়রায়েল। এ বার সেখানে পাকাপাকি দখলদারি কায়েমের উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ’ সেখানকার নির্বাচিত পরিচালনা করেন। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল। ২০০২ সালের পরে ফেব্রুয়ারিতে আবার ওয়েস্ট ব্যাঙ্কে ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়েছিল ইজ়রায়েলি সেনা। সে সময় তারা নতুন কিছু ভূখণ্ডের দখল নিয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement