Israel-Hamas Conflict

হামাস প্রধান মহম্মদ সিনওয়ারকে মেরে ফেলেছে ইজ়রায়েলি সেনা, নিশ্চিত করলেন নেতানিয়াহু

দক্ষিণ গাজ়ার একটি হাসপাতালে ইজ়রায়েলি বিমানহানায় মহম্মদের মৃত্যু হতে পারে বলে বুধবার ইঙ্গিত দেওয়া হয়েছিল। শুক্রবার তা নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২২:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইঙ্গিত দিয়েছিলেন দু’দিন আগেই। শুক্রবার ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিলেন, গাজ়ায় সেনা অভিযানে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের প্রধান মহম্মদ সিনওয়ার নিশ্চিত ভাবেই নিহত হয়েছেন।

Advertisement

দক্ষিণ গাজ়ার একটি হাসপাতালে ইজ়রায়েলি বিমানহানায় মহম্মদের মৃত্যু হতে পারে বলে বুধবার জানিয়েছিলেন নেতানিয়াহু। তিনি বলেন, বুধবার জেরুজ়ালেমে এক সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘‘আমরা হাজার হাজার জঙ্গিকে খতম করেছি। খুনিদের শীর্ষনেতা দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করা হয়েছে। আর এখন তো মহম্মদ সিনওয়ারও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে!’’

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর গত অগস্টে হামাস প্রধানের দায়িত্ব নিয়েছিলেন মহম্মদের দাদা ইয়াহিয়া সিনওয়ার। কিন্তু গত অক্টোবরে ইজ়রায়েলি সেনার হামলায় তাঁর মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, মৃতদেহের ডিএনএ পরীক্ষা করে সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল ইজ়রায়েলের তরফে। এ বারও সম্ভবত তেল আভিভ ডিএনএ পরীক্ষার মাধ্যমেই বিষয়টিতে নিশ্চিত হয়েছে বলে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমের একাংশ মনে করছে। নেতানিয়াহু বুধবার বলেন, ‘‘হামাসের নেতা দুই ভাইকেই আমরা মেরে ফেলতে পেরেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement