গাজ়ার সেই সুড়ঙ্গ। ছবি: সংগৃহীত।
গাজ়া উপত্যকায় হামাসের তৈরি একটি বৃহৎ সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এই সুড়ঙ্গেই ইজ়রায়েলের সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের দেহ সমাধিস্থ করা হয়েছিল বলে দাবি ইজ়রায়েলের। লেফটেন্যান্ট গোল্ডিন ২০১৪ সালের ইজ়রায়েল-হামাস যুদ্ধের সময় গাজ়ায় নিহত হন। চলতি মাসের শুরুর দিকে ইজ়রায়েলের হাতে তাঁর দেহাবশেষ তুলে দেয় হামাস।
এক্স-এ একটি পোস্টে আইডিএফ বৃহস্পতিবার সেই সুড়ঙ্গের ভিডিয়ো পোস্ট করেছে। দাবি করেছে, সেখানেই গোল্ডিনের দেহ রাখা ছিল। আইডিএউ জানায়, সুড়ঙ্গটি ঘনবসতিপূর্ণ রাফা এলাকার নীচ রয়েছে। রাষ্ট্রপুঞ্জের প্যালেস্টাইনি শরণার্থী শিবিরের চৌহদ্দি, মসজিদ, ক্লিনিক ও একটি কিন্ডারগার্টেন স্কুলের নীচ দিয়ে ওই সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেছে আইডিএফ। সুড়ঙ্গটি হামাস কমান্ডারেরা অস্ত্র মজুত, হামলার পরিকল্পনা করা এবং দীর্ঘ সময় লুকিয়ে থাকার জন্য ব্যবহার করত বলে দাবি আইডিএফের। তারা জানিয়েছে, সুড়ঙ্গটি সাত কিলোমিটারের বেশি লম্বা, ২৫ মিটার গভীর এবং এতে রয়েছে ৮০টি কক্ষ।
পৃথক একটি পোস্টে আইডিএফ দাবি করেছে, তারা মারওয়ান আল-হামসকে গ্রেপ্তার করেছে। আইডিএফ এক্স-এ লিখেছে, “আল-হামসের বিরুদ্ধে সন্দেহ যে, তিনি রাফার ‘হোয়াইট-ক্রাউনড’ সুড়ঙ্গের মধ্যে লেফটেন্যান্ট গোল্ডিনের সমাধিস্থ করার বিষয়টি সম্পর্কে জানতেন।”