Iran Israel War

ইরানের সশস্ত্র বাহিনীর আরও দুই শীর্ষ কমান্ডার ইজ়রায়েলের হামলায় নিহত! বাড়িতে ছিলেন এক জন, অন্য জন গাড়িতে

ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাট্‌জ় শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁদের হামলায় ইরানিয়ান রেভলিউশনারি গার্ড্‌সের (আইআরজি) দুই শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৬:৩০
Share:

ইরানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। —ফাইল চিত্র।

ইজ়রায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী ইরানিয়ান রেভলিউশনারি গার্ড্‌সের (আইআরজি) দুই শীর্ষ কমান্ডারের মৃত্যু হল। শনিবার এমনটাই দাবি করেছেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ়। জানিয়েছেন, ইরানের একটি বহুতলে হামলা চালানো হয়েছে। তাতে মৃত্যু হয়েছে আইআরজি কমান্ডার সইদ ইজ়াদির। এ ছাড়া গভীর রাতে আইআরজি-র আরও এক কমান্ডার বেনহ্যাম শরিয়ারির গাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁরও মৃত্যু হয়েছে। কাট্‌জ়কে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইরানের তরফে সরকারি ভাবে এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি। দুই কমান্ডারের মৃত্যুও এখনও নিশ্চিত করেনি তেহরান।

Advertisement

কাট্‌জ় শনিবারের বিবৃতিতে জানিয়েছেন, শনিবার ইরানের কুম প্রদেশে একটি বহুতলে হামলা হয়। সেখানেই ছিলেন আইআরজি-র সিনিয়র কমান্ডার ইজ়াদি। তিনি ইরানি সেনাবাহিনীর বিদেশি শাখার প্যালেস্টাইন কর্পসের নেতৃত্বে ছিলেন। তাঁর বাহিনীর নাম ছিল কুড্‌স ফোর্স। এর পর ইজ়রায়েলের সামরিক বাহিনী ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, আইআরজি-র বিদেশি শাখার আরও এক কমান্ডারের মৃত্যু হয়েছে তাদের হামলায়। শরিয়ারি পশ্চিম তেহরানে একটি গাড়িতে ছিলেন। রাতে সেই গাড়িতে হামলা চালানো হয়েছিল।

আইডিএফ-এর দাবি, ইরান থেকে পশ্চিম এশিয়ায় তাদের ঘনিষ্ঠ সংগঠনগুলিকে যে সমস্ত অস্ত্র পাঠানো হয়, তার দায়িত্ব ছিলেন শরিয়ারি। লেবাননের সশস্ত্র সংগঠন হিজ়বুল্লা, ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসকে তিনি অনেক রকেট এবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছেন, জানিয়েছে আইডিএফ।

Advertisement

গত শুক্রবার থেকে ইরানে হামলা শুরু করেছে ইজ়রায়েল। তাদের হামলায় মৃত্যু হয়েছে ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং নয় জন পরমাণু বিজ্ঞানীর। তার পর থেকেই ইরান প্রত্যাঘাত শুরু করে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষিত হচ্ছে দুই দেশের উপরেই। ইরানে ইজ়রায়েলের হামলার কথা জানতেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইরান-ইজ়রায়েলের সংঘাতের নবম দিন। যত দিন যাচ্ছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির অবনতি হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ইজ়রায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাবে কি না, আগামী দু’সপ্তাহের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement