Pakistan Army

পাক সেনা নিয়ে আপত্তি ইজ়রায়েলের রাষ্ট্রদূতের

সম্প্রতি খবরে প্রকাশ হামাসের শীর্ষ কমান্ডার নাজি জ়াহির গত তিন বছর ধরে নিয়মিত পাকিস্তানে যাতাযাত করছে এবং লস্কর-এ-তইবা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে বৈঠকও করেছে। ট্রাম্পের প্রস্তাবিত গাজ়ায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজ়েশন ফোর্সে পাকিস্তান সেনা যুক্ত হওয়ার আবেদন জানিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৬:২৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজ়া পুনর্গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তাতে অংশ নিতে চায় পাকিস্তান। সেই মর্মে তারা প্রস্তাবও দিয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে কাজ করতে ইজ়রায়েল রাজি নয়। এক সর্বভারতীয় সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ভারতেনিযুক্ত ইজ়রায়েলের রাষ্ট্রদূত রুবেন আজ়হার। তাঁর কথায়, ‘‘যাদের আমরা বিশ্বাস করি, শুধু তাদের সঙ্গেইকাজ করি।’’

সম্প্রতি খবরে প্রকাশ হামাসের শীর্ষ কমান্ডার নাজি জ়াহির গত তিন বছর ধরে নিয়মিত পাকিস্তানে যাতাযাত করছে এবং লস্কর-এ-তইবা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে বৈঠকও করেছে। ট্রাম্পের প্রস্তাবিত গাজ়ায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজ়েশন ফোর্সে পাকিস্তান সেনা যুক্ত হওয়ার আবেদন জানিয়েছে। তার প্রেক্ষিতে রুবেন জানিয়েছেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ্য বোধ করে না। কোনও রকম রাখঢাক না করেই তিনি জানিয়েছেন, গাজ়ায় পাক সেনাবাহিনীর যে কোনওধরনের ভূমিকায় ইজ়রায়েল সরকারে আপত্তি থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন